Mi Play তে থাকছে ওয়াটার ড্রপ নচ আর ডুয়াল ক্যামেরা। সাথে এই ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যবহার করেছে Xiaomi। এই লঞ্চ ইভেন্ট অনলাইনে লাইভ স্ট্রিম করবে কোম্পানি।
সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছে Xiaomi Mi Play ফোনের সাথে থাকবে একটি আনলিমিটেড ডাটা বান্ডেল প্যাক। এই প্যাকে প্রথম 10GB হাই স্পিড ডাটা ব্যবহার করা যাবে। এক বছর এই প্ল্যান কাজ করবে।
সম্প্রতি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে একটি Xiaomi স্মার্টফোন দেখা গিয়েছিল। এই ফোনের সাথে নতুন Xiaomi Play ফোনের ডিজাইন হুবহু মিলে যাচ্ছে। তখন অনেকেই এই ফোনকে Redmi 7 Pro ফোন মনে করলেও এখন মনে হচ্ছে সেটি ছিল Xiaomi Play।