কম্পিউটার বা রোবট কি সৃজনশীল হতে পারে? এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে Ai-Da নামের এক রোবট। নির্মাতারা জানিয়েছেন, সামনে দাঁড়ালেই পেনসিল হাতে আপনার মুখর ছবি আঁকতে পারবে এই রোবট। রোবটের বায়োনিক হাতে পেন্সিল ব্যবহার করে এই স্কেচ হবে।
প্রবাদপ্রতিম ব্রিটিশ গণিতবিদ এবং কম্পিউটার ব্যক্তিত্ব আডা লাভলেস হেরে নামে এই রোবটের নামকরন করা হয়েছে।
এই কর্মকান্ডের সাথে যুক্ত ইংল্যান্ডের এক গ্যালারির মালিক আইদান মেলার জানিয়েছেন “খুব শীঘ্রই আঁকা শুরু করবে সে, তারপর আমরা ওর আঁকার জন্য একটি বিশেষ প্রযুক্তি তৈরি করব।”
“ অঙ্কন শিল্পে দক্ষতার সাথেই একজন পারফরম্যান্স আর্টিস্ট হিসেবে অডিয়েন্স এর সাথে বার্তা আদান প্রদান করতে পারবে Ai-Da।”
মানুষের মুখের অবয়ব এর কথা মাথায় রেখেই এই রোবট ডিজাইন করা হচ্ছে। আপাতত চলছে চুল বসানোর কাজ। রোবটের চোখের মধ্যে থাকা ক্যামেরা আপনাকে দেখে সেই ছবি আঁকবে। ঘরের মধ্যে নড়াচড়া করলে এই ক্যামেরা আপনাকে ফলো করতে থাকবে। মানুষের মতো চোখের পলক ফেলতে পারবে Ai-Da।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মে মাসে Ai-Da রোবোটের আঁকা ছবির প্রথম এক্সিবিশন অনুষ্ঠিত হবে। এছাড়াও 2019 সালের নভেম্বর মাসে লন্ডনে এই রোবট এর আঁকা ছবি প্রদর্শিত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন