জনপ্রিয় ইলেক্ট্রিক গাড়ি কোম্পানি Tesla ও মহাকাশ গবেষনা কোম্পানি SpaceX এর মালিক ইলন মাস্ক জানিয়েছেন ভবিষ্যতে তার মঙ্গল গ্রহে গিয়ে বসবাসের সম্ভাবনা 70 শতাংশ। লাল গ্রহে যাওয়ার পথে বা পৌঁছে তা বেঁচে থাকার সম্ভাবনা খুব কম হলেও এই কথা জানিয়েছেন তিনি।
“সম্প্রতি একাধিক গবেষণায় আমরা সাফল্য পেয়েছি। যা আমাকে উত্তেজিত করে তুলেছে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন মাস্ক। তবে তিনি স্বীকার করেছেন এই কাজে ঝুঁকির পরিমান অনেকটা।
মঙ্গলে পৌঁছালেও সেখানে বেঁচে থাকা খুব কঠিন হবে। তবে এই ব্যপারে আশাবাদী ইলন।
ইলন মাস্ক বলেন, “পর্বোতারোহনেও ঝুঁকি রয়েছে। এভারেস্টে উঠতে গিয়ে বহু মানুষ প্রান হারিয়েছেন। তাও প্রতি বছর কয়েক হাজার মানুষ এভারেস্টে চড়েন।”
তবে ইলন মাস্ক জানিয়েছেন যে সব ব্যক্তি মঙ্গল গ্রহে ঘুড়তে যেতে চান এখন থেকেই তাদের টাকা জমানো প্রয়োজন। কারন মঙ্গলে ঘুড়তে যেতে কয়েকশো হাজার ডলার খরচ হবে।
SpaceX এর তৈরী যানে বিভিন্ন গ্রহের মধ্যে যাতাযাত করা যাবে। একই যান একাধিকবার ব্যবহার করা যাবে। এছাড়াও পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এই যান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন