ট্যুইটারে এক ব্যাক্তির প্রশ্নের উত্তরে মঙ্গল গ্রহে শহর তৈরীর হিসাব দিয়েছে ইলন মাস্ক। এই হিসাব অনুযায়ী মঙ্গল গ্রহে একটি শহর তৈরী করতে মার্কিন সুরক্ষা বাজেটের 10 শতাংশ খরচ হবে।
মহাকাশে পর্যটক পাঠানোর গবেষণার কাজ করছে Blue Origin। এছাড়াও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজ করছে এইন কোম্পানি। ভবিষ্যতে ইলন মাস্কের SpaceX কে টেক্কা দিতে এই পরিকল্পনা করেছেন বেজোস।