স্টারলিঙ্ক ভারতে তাদের ওয়েবসাইট আপডেট করে সাবস্ক্রিপশন প্ল্যানের দাম জানিয়েছে।
Photo Credit: Reuters
Starlink announces monthly subscription price in India
Starlink ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ইতিমধ্যেই সরকারের থেকে সবুজ সঙ্কেত পেয়েছে। এ দেশে ব্যবসা করার লাইসেন্স হাতে এসে যাওয়ার ফলে ইলন মাস্কের সংস্থা খুব শীঘ্রই পরিষেবা শুরু করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু Starlink-এর স্যাটকম বা কৃত্রিম উপগ্রহ-নির্ভর ইন্টারনেট ব্যবহার করতে প্রতি মাসে কত খরচ হবে, তা এতদিন মার্কিন সংস্থাটি অফিসিয়ালি জানায়নি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি ভারতে তাদের মাসিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম প্রকাশ করেছে। তারা দেশের বিভিন্ন শহরে গ্রাউন্ড স্টেশন স্থাপন করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গিয়েছে।
স্টারলিঙ্ক ভারতে তাদের ওয়েবসাইট আপডেট করে রেসিডেন্সিয়াল গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানের দাম জানিয়েছে। হোম প্ল্যান অর্থাৎ নিজের বাড়িতে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে গেলে প্রতি মাসে 8,600 টাকা দিতে হবে। এছাড়াও, এই পরিষেবার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনতে এককালীন 34,000 টাকা খরচ হবে। হার্ডওয়্যারের মধ্যে ডিশ অ্যান্টেনা, রাউটার, পাওয়ার সাপ্লাই, এবং বিভিন্ন রকম কেবল (তার) অর্ন্তভুক্ত আছে।
ইলন মাস্কের কোম্পানি গ্রাহকদের আনলিমিটেড ডেটা অফার করছে। আবার 30 দিনের ট্রায়াল পিরিয়ড দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পরীক্ষা করার সুযোগ পান। ডাউনলোড স্পিড 40 থেকে শুরু করে 220+ এমবিপিএস-এর মধ্যে ঘোরাফেরা করবে, যেখানে আপলোড স্পিড পাওয়া যাবে 8 থেকে 25+ এমবিপিএস। আর লেটেন্সি 20 থেকে 60 মিলিসেকেন্ড। প্রসঙ্গত, লেটেন্সি যত কম হবে, ইন্টারনেট তত দ্রুত ও স্থিতিশীল কাজ করবে।
স্টারলিঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থার পরিষেবা সব ধরনের আবহাওয়ায় কাজ করবে এবং 99 শতাংশের বেশি আপটাইম বা বাধাহীন ইন্টারনেট প্রদান করবে। গ্রাহকরা শুধুমাত্র গ্লাগ গুজে ইন্টারনেট ব্যবহার শুরু করতে পারবে। অর্থাৎ, সহজে সেটআপ করা যাবে। বর্তমানে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড দুর্বল, সেখানে স্টারলিঙ্ক উপগ্রহের মাধ্যমে মানুষকে ইন্টারনেটের অ্যাক্সেস দিয়ে বিপ্লব ঘটাতে পারে।
ঐতিহ্যবাহী ব্রডব্যান্ড নেটওয়ার্ক সংস্থাগুলি মাটির নিচে বসানো ফাইবার কেবল মারফত ইন্টারনেট পরিষেবা দেয়। এর ফলে কোনও প্রাকৃতিক দুর্যোগ এলে পরিবায় বিঘ্ন ঘটে। কিন্তু স্টারলিঙ্ক ভূমিতে বিশেষ পরিকাঠামো ছাড়াই পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থানকারী উপগ্রহের মাধ্যমে পাহাড় বা উপকূলের দুর্গম থেকে দুর্গমতর অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম।
উল্লেখ্য, স্টারলিঙ্ক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অফিসের জন্য কোনও প্যাকেজ এখনও প্রকাশ করেনি। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে তাদের উপস্থিতি আছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভুটানে ইতিমধ্যেই স্টারলিঙ্কের স্যাটকম পরিষেবা সেবা চালু করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know
The Boys Season 5 OTT Release Date: When and Where to Watch the Final Season Online?
The Strangers Chapter 2 Now Available on Rent on Amazon Prime Video, Apple TV, and More