মহাকাশে পর্যটক পাঠানোর গবেষণার কাজ করছে Blue Origin। এছাড়াও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজ করছে এইন কোম্পানি। ভবিষ্যতে ইলন মাস্কের SpaceX কে টেক্কা দিতে এই পরিকল্পনা করেছেন বেজোস।
বিশ্বের সবথেকে ধনবান শিল্পপতি জেফ বেজোস। সম্প্রতি বেজোস জানিয়েছেন এরোস্পেস কোম্পানি Blue Origin এ 1 বিলিয়ান মার্কিন ডলার বিনিয়োগ করবেন। প্রসঙ্গত 2000 সালে এই কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন জেফ।
এই মুহুর্তে বেজোসের মোট সম্পত্তির পরিমান 145 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 10.7 লক্ষ কোটি টাকা)। প্রসঙ্গত মার্কিন ই-কমার্স জায়েন্ট Amazon এর মালিক জেফ।
“আগামী বছর এর থেকে একটু বেশি টাকা বিনিয়োগ করা হবে। আমি এখনই দলের কাছ থেকে এই খবর পেলাম।” সম্প্রতি সান ফ্রান্সিস্কোতে এক সমাবেশে এই কথা জানিয়েছেন জেফ। “আমি সবসময় হ্যাঁ বলে দিই, না বলতে পারি না।”
মহাকাশে পর্যটক পাঠানোর গবেষণার কাজ করছে Blue Origin। এছাড়াও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর কাজ করছে এইন কোম্পানি। ভবিষ্যতে ইলন মাস্কের SpaceX কে টেক্কা দিতে এই পরিকল্পনা করেছেন বেজোস। প্রায় ছয় বছর ধরে মহাকাশে রকেট পাঠানোর কাজ করছে SpaceX।
আগে রকেট মহাকাশে পাঠালে তা ধ্বংশ হয়ে যেত। কিন্তু একই রকেট একাধিকবার ব্যবহারের টেকনোলজি নিয়ে আসতে চলেছে SpaceX আর Blue Origin।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kamaro 2 Is Streaming Now on Sun NXT: Know All About the Horror Suspense Film
Saali Mohabbat OTT Release: Know When and Where to Watch the Radhika Apte-Starrer