মঙ্গলবার রাতে প্ররথিবীর খুব কাছে চলে আসবে মঙ্গল গ্রহ। এই সময় পৃথিবীর একপাশে সূর্য আর অন্যদিকে মঙ্গল গ্রহ থাকবে। এই সময় মঙ্গল পৃথিবী আর সূর্য এক সরলরেখায় থাকবে। আজ রাতে মঙ্গল গ্রহ প্ররথিবীর খুব কাছে চলে এলে পৃথিবী থেকে লাল গ্রহের দূরত্ব হবে 5.76 কোটি কিমি। এর পরে 2020 সালের অক্টোবর মাসে আবার পৃথিবীর এতো কাছে আসবে মঙ্গল। কিছুদিন আগেই যাঁরা রাতের আকাশে চন্দ্রগ্রহণ দেখেছেন তাঁরা নিশ্চই আকাশে মঙ্গল গহকে দেখতে পেয়েছিলেন। সেই রাতে চাঁদের একটু চিচেই মঙ্গল গহকে দেখা গিয়েছিল।
আজ রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর খুব কাছে চলে এলেও এই ঘটনা 2003 এর মহাজাগতিক ঘটনার মতো হবে না। 2003 সালে পৃথিবী থেকে মঙ্গলে দূরত্ব ছিল 5.6 কোটি কিমি। গত 60,000 বছরে পৃথিবীর এতো কাছে আসেনি মঙ্গল। আবার 2287 সালে মঙ্গল পৃথিবীর এতো কাছে আসবে।
আর সব গ্রহের মতোই পৃথিবী ও মঙ্গল উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্য থেকে গ্রহের দূরত্ব কম বেশি হতে থাকে। গত 27 জুলাই চন্দ্রগ্রহণের রাতে সূর্যের সবথেকে কাছে পৌঁছে গিয়েছিল মঙ্গল। তবে এটা মাথায় রাখা প্রয়োজন আজ রাতে মঙ্গল পৃথিবীর সবথেকে ঙ্কাছে চলে আসবে মানেই যে মঙ্গল গ্রহ আজ রাতে সবথেকে উজ্জ্বল দেখা যাবে তা নয়। 27 থেকে 30 জুলাই পর্যন্ত সবথেকে উজ্জ্বল দেখা গিয়েছিল মঙ্গলকে।
দক্ষিণ গোলার্ধ থেকে এই মহাজাগতিক ঘটনা সবথেকে ভালো দেখা যাবে। অর্থাৎ এই মহাজাগতিক ঘটনা দেখার আদর্শ থান ভারত নয়। তবে সারা ভারত থেকেই আজ রাতে মঙ্গল দেখা যাবে। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে আজ রাতের আকাশে মঙ্গলকে সবথেকে ভালোভাবে দেখা যাবে। বড় টেলিস্কোপ (6-8 ইঞ্চি মাপের) দিয়ে লাল গ্রহকের আরও ভালোভাবে দেখা যাবে।
অনলাইনে এই ইভেন্ট সরাসরি দেখতে হলে নীচের লিঙ্কে প্লে বাটনে ক্লিক করুন।
আজ রাতের আকাশে সূর্যাস্ত থেকে কাল সকালে সূর্যোদয় পর্যন্ত আকাশে মঙ্গল গ্রহকে দেখা যাবে। রাতের আকাশে আজ বৃহশপতি ও শণির থেকে উজ্জ্বল দেখাবে মঙ্গলকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন