Photo Credit: NASA/JPL-Caltech
বিরল প্রকৃতির একজোড়া গ্রহাণু আবিষ্কার করল NASA। 21 থেকে 26 জুন এর মধ্যে এই গ্রহাণু দুটি পর্যবেক্ষণ করা হয়েছে। NASA জানিয়েছে প্রত্যেক 20 থেকে 24 ঘন্টায় এই দুটি গ্রহাণু একে অপরকে কেন্দ্র করে পাক খায়। প্রত্যেকটি গ্রহাণুর আকার প্রায় 900 মিটার।
মরোক্কোর ঔকাইমেনডেন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে 2017 সালের 21 ডিসেম্বব প্রথম এই 2017 YE5, গ্রহাণু দেখা গিয়েছিল। কিন্তু এই বছর জুন মাসের আগে এই গ্রহাণু সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
21 জুন এই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে এসেছিল। পৃথিবী থেকে মাত্র 60 লক্ষ কিমি দূরে এই গ্রহাণুকে দেখা গিয়েছিল। যা চাঁদ থেকে পৃথিবীর দুরত্বের ছয় গুন।
21 ও 22 জুন ক্যালিফোর্নিয়ায় NASA গোল্ডস্টোন সোলার সিস্টেম রাডার থেকে এই গ্রহাণু পর্যবেক্ষণ করা হয়।
এই পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে এই দুটি গ্রহাণু একে অপরকে কেন্দ্র করে ঘোরে। নিজেদের মধ্যে নির্দিষ্ট একটি দুরত্ব বজার রেখে গ্রহাণু দুটি পাক খেতে থাকে।
24 জুন পশ্চিম ভার্জিনিয়ার গ্রিন ব্যাঙ্ক অবসারভিটরিতে দল বেঁধে মহাকাশ বিজ্ঞানীরা একাধিক আধুনিক যন্ত্রের সাহায্যে এই গ্রহাণু দুটির পর্যবেক্ষ্ণ করেন।
সবাই একসাথে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এরা দুটি আলাদা গ্রহাণু। পরে 26 জুন সব বিজ্ঞানীরা মেনে নেন যে এরা একে অপরকে কেন্দ্র করে পাক খাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন