মঙ্গলপৃষ্ঠে বেলচা দিয়ে খুঁড়লেই মিলবে জল, জানাল NASA
আগামী দশকে মঙ্গল গ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে NASA। মঙ্গলপৃষ্ঠে মহাকাশচারী কোথায় অবতরণ করবেন সেই জায়গা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য তথ্য সামনে এল। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল ইউনিয়ন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে মঙ্গলপৃষ্ঠে বরফের সন্ধান মিলেছে।