NASA জানিয়েছে 216258 (2006 WH1) গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে যাবে। এই মুহূর্তে 26,000 মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি।
Photo Credit: NASA
এই গ্রহাণুটির ব্যাসার্ধ 1,772 ফুট
আগামী সপ্তাহেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক গ্রহাণু। এই গ্রহাণুটির নাম 216258 (2006 WH1)। লা সাগ্রা মানমন্দির থেকে 2006 সালে প্রথম এই গ্রহাণু দেখা গিয়েছিল। 20 ডিসেম্বর ভারতীয় সময় রাত 8 টা 45 মিনিটে পৃথিবীর পাশ থেকে উড়ে যাবে এই গ্রহাণু। সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর তালিকায় রয়েছে 216258 (2006 WH1)। অর্থাৎ পৃথিবীর খুব কাছ থেকে এই গ্রহাণু উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
NASA জানিয়েছে 216258 (2006 WH1) গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের খুব কাছ থেকে যাবে। এই মুহূর্তে 26,000 মাইল প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি। যা আকারে নিউ ইয়র্ক শহরের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও বড়। গ্রহাণুটির ব্যাসার্ধ 1,772 ফুট। বিশাল আকার ও পৃথিবীর কক্ষপথকে ছেদ করে যাওয়ার সম্ভাবনার কারণে একে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুর তকমা দেওয়া হয়েছে।
বিশাল চওড়া কক্ষপথের গ্রহাণু 216258 (2006 WH1)। শুক্র, বুধ এমনকি সূর্যের উপাদান রয়েছে এই গ্রহাণুতে। এই গ্রহাণুটি অ্যাপোলো পরিবারের অন্তর্ভুক্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series