Honor X7c 5G অ্যামাজন ই-কমার্স সাইটে ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙে পাওয়া যাবে।
Photo Credit: Honor
Honor X7c 5G এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে
সবকিছু ঠিকঠাক চললে Honor X7c 5G চলতি মাসে ভারতে আত্মপ্রকাশ করতে পারে। শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়ে স্মার্টফোনটির মাইক্রোসাইট ভারতের অন্যতম জনপ্রিয় একটি ই-কমার্স ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে হ্যান্ডসেটটির ডিজাইনের পাশাপাশি বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, Honor X7c 5G গত বছর আর্ন্তজাতিক বাজারে উন্মোচিত হয়েছিল। কিন্তু তখন ভারতে আসেনি এটি। ফোনটির ভারতীয় ভার্সনে 5,200mAh ব্যাটারি পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। সঙ্গে মিলবে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট। অনার জানিয়েছে, তাদের আসন্ন মোবাইল ফোনটি ভারতের বাজারে দু'টি রঙে বিক্রি হবে।
সম্প্রতি লাইভ হওয়া Honor X7c 5G এর মাইক্রোসাইট আরও স্পেসিফিকেশন এবং ফিচার্সের সাথে আপডেট করা হয়েছে। স্মার্টফোনটি অ্যামাজনে ফরেস্ট গ্রিন এবং মুনলাইট হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যাবে। ল্যান্ডিং পেজ থেকে জানা গিয়েছে যে, মডেলটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরে চলবে, যা 4 ন্যানোমিটার প্রসেসিং নোডের উপর ভিত্তি করে তৈরি।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, Honor X7c 5G-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে খুব সম্ভবত একটি 2 মেগাপিক্সেল সেন্সর দেখা যেতে পারে। ধুলো এবং জল থেকে রক্ষা করার জন্য ফোনটিতে IP64 রেটিংও থাকবে।
Honor X7c 5G এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 850 নিট পিক ব্রাইটনেস সমর্থন করবে। ফোনটিতে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh ক্ষমতার ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানির দাবি, এটি 24 ঘন্টা অনলাইন স্ট্রিমিং, 18 ঘন্টা অনলাইন শর্ট ভিডিও, 59 ঘন্টা মিউজিক প্লেব্যাক ও 46 ঘন্টা পর্যন্ত ভয়েস কলিং টাইম অফার করবে। সঙ্গে একটি আল্ট্রা পাওয়ার-সেভিং মোড থাকবে, যা 2 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 75 মিনিট ধরে ভয়েস কল করার জন্য ব্যাকআপ দিতে সক্ষম।
এই ফোনে 8 জিবি ফিজিক্যাল র্যাম ও 8 জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে, যা ব্র্যান্ডটি মোট 16 জিবি র্যাম হিসাবে প্রচার করছে। ফোনটিতে 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে, যা 60,000 পর্যন্ত ছবি স্টোর করতে দেবে বলে দাবি করা হচ্ছে। বাইরে আরও ভাল করে শোনার জন্য 300 শতাংশ হাই-ভলিউম মোড সহ ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপও থাকবে।
উল্লেখ্য, Honor একটি 10,000mAh ব্যাটারির নতুন স্মার্টফোনের উপর কাজ করছে। এতে MediaTek Dimensity 8500 চিপসেট থাকতে পারে। অন্যদিকে, Xiaomi-এর সাব-ব্র্যান্ড রেডমিও 8,500mAh থেকে 9,000mAh ব্যাটারি যুক্ত ফোন তৈরি করছে বলে জল্পনা শোনা যাচ্ছে। এতে সিলিকন-কার্বন প্রযুক্তির আপগ্রেড ভার্সন থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন