Flipkart Independence Day Sale-এ ডিসকাউন্টে বিক্রি হবে iPhone 16, Samsung Galaxy S24, Galaxy S24 FE, Nothing Phone 2 Pro সহ বেশ কিছু স্মার্টফোন।
Flipkart Independence Day Sale-এ iPhone 16 ছাড়ে পাওয়া যাবে
Flipkart Independence Day Sale আগামীকাল (আগস্ট 13) শুরু হচ্ছে। দেশের 79তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেগা সেলটির আয়োজন করেছে ই-কমার্স জায়ান্টটি। আগস্ট 1 থেকে আগস্ট 8 পর্যন্ত অনুষ্ঠিত ফ্রিডম সেলের পর, এটি ফ্লিপকার্টের দ্বিতীয় স্বাধীনতা দিবস-ভিত্তিক সেল ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্স ডে সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল ডিভাইস, ল্যাপটপ, ও ঘরের কাজে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিন জিনিস, এবং পোশাক-আশাকের উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। Apple, Motorola, Oppo, Vivo, Nothing এর মডেল স্বাভাবিক বাজার দরের তুলনায় যথেষ্ট কম দামে কিনতে পারবেন। স্বাধীনতা দিবসের সেলের আগে বেশ কিছু স্মার্টফোনের অফার প্রকাশ করেছে ফ্লিপকার্ট।
Oppo K13 5G এপ্রিলে 17,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি ফ্লিপকার্ট ইন্ডিপেনডেন্স ডে সেলে বিক্রি হবে 15,999 টাকার মতো কম দামে। অন্যদিকে, Oppo K13x 5G পাওয়া যাবে 10,999 টাকায়, যেখানে MRP 11,999 টাকা। ফ্লিপকার্ট বিভিন্ন ফোনের উপর অফার ঘোষণা করলেও বিক্রয় মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে সংস্থাটি জানিয়েছে, Apple এর iPhone 16, Motorola Edge 60 Fusion, Samsung Galaxy S24 FE, Samsung Galaxy S24, Vivo T4 5G, Realme P3 5G, ও Nothing Phone 2 Pro সহ বেশ কিছু হ্যান্ডরেট উইশলিস্ট করে রাখা যেতে পারে।
ফ্লিপকাট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে নিচের স্মার্টফোনগুলি ডিসকাউন্টে পাওয়া যাবে:
1, Apple iPhone 16
2. Motorola Edge 60 Fusion
3. Samsung Galaxy S24 FE
4. Samsung Galaxy S24
5. Vivo T4 5G
6. Realme P3 5G
7. Nothing Phone 2 Pro
8. Realme P3x 5G
9. Motorola G45
10. Vivo T4x 5G
11. Samsung Galaxy A35 5G
Nothing Phone 3a Pro
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া ফ্লিপকার্ট ফ্রিডম সেলের সময়ে উপরের বেশ কয়েকটি স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া গিয়েছিল। Apple iPhone 16 এর দাম ছিল 69,999 টাকা, যেখানে লঞ্চ প্রাইস 79,900 টাকা। 20,999 টাকায় পাওয়া যাচ্ছিল Motorola Edge 60 Fusion। অন্যদিকে, ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 ও Galaxy S24 FE যথাক্রমে 46,999 টাকা ও 46,999 টাকায় বিক্রি হয়েছিল। এদের রিটেল প্রাইস ছিল যথাক্রমে 74,999 টাকা এবং 59,999 টাকা।
এদিকে, দাম কমার পাশাপাশি, ফ্লিপকার্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলের সময় বিভিন্ন লিমিটেড পিরিয়ড ডিল ও ব্যাংক অফারও পেতে পারেন। কোম্পানিটি কানাড়া ব্যাংকের সাথে হাত মিলিয়ে কেনাকাটায় 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। ক্রেতারা ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস এবং সুপার কয়েনের সুবিধাও উপভোগ করতে পারবেন। সেল আজ মধ্যরাতে লাইভ হওয়ার পরই সমস্ত অফার সম্পর্কে জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Scientists Unveil Screen That Produces Touchable 3D Images Using Light-Activated Pixels
SpaceX Expands Starlink Network With 29-Satellite Falcon 9 Launch
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?