2024 সালের সেপ্টেম্বর মাসে একটি অন্যতম উজ্জ্বল মেরুপ্রভা দেখা যাবে,যেটিকে ভূগোলের ভাষায় বলা হয় Aurora Borealis। এটি বিশেষ করে সেপ্টেম্বরের 22 তারিখ শরৎবিষুবের সমসাময়িক সময়ে দেখা যাবে। এই সময়ের হওয়া সাধারণ ভূচৌম্বকীয়
(সৌরঝড়) ঝোড়গুলো রাসেল-ম্যাকফেরন প্রভাবের ফলে সাধারণত তুলনায় আরো অনেক শক্তিশালী হতে পারে।
এই ঘটনাটির বিবরন প্রথম 1973 সালে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিষুবের সময়কালে চৌম্বকমন্ডলটি সৌরবায়ুর সাথে সাময়িক ভাবে সংযুক্ত হয়, যারফলে চার্জযুক্ত কনাগুলি সহজেই প্রবেশ করতে পারে। এর ফলে এই সংযুক্তিকরণটি তীব্র অরোরাল কার্যকলাপকে পরিচালিত করে এবং আকাশে একটি দর্শনীয় প্রদর্শন তৈরী করে।
(শরৎবিষুব)Aurora-র জন্য গুরুত্ত্বপূর্ণ:
এটির মূল কারণ হলো রাসেল-ম্যাকফেরন প্রভাব। যার ফলে সেপ্টেম্বর ও মার্চ মাসে বিষুবের সময় অরোরা বেশি দ্রুত হয়। এই সময় পৃথিবীর চুম্বকীয় মেরুগুলি কাত হয়ে, সৌরবায়ুর সাথে সংযুক্ত হয়ে,চার্জযুক্ত কণাগুলিকে আমাদের বায়ুমণ্ডলে প্রবাহিত সাহায্য করে।
যখন এই কণাগুলি বায়ুমণ্ডলে বর্তমান অক্সিজেন এবং নাইট্রোজেন অণুগুলির সাথে ধাক্কা খায়, তখন এগুলি বিভিন্ন উজ্জ্বল রঙের মাধ্যমে Aurora সৃষ্টি করে। বিষুবের সময় এই অন্যতম সমন্বয়টি, বিশেষ করে উত্তরগোলার্ধে মেরুপ্রভার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে।
বর্তমানে 11 বছরের কাছাকাছি, সূর্যের চৌম্বকীয় ক্রিয়াকলাপটি সৌরচক্রের শীর্ষের দিকে পৌঁছে গিয়েছে যেটি ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনাকে আরো তীব্র করে তুলেছে। চলতি বছরের মে মাসে, গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী ভূচৌম্বকিয় ঝড়টির দ্বারা ফ্লোরিডা এবং মেক্সিকো পর্যন্ত অরোরার সৃষ্টি হয়েছিল।
ক্রমাগত এইধরনের সৌরকার্যগুলি বৃদ্ধি হচ্ছে যার ফলে, অনুমান করা হচ্ছে এই একই ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটতে পারে। যেটি এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করার সুযোগ প্রদান করবে।
সেপ্টেম্বরের বিষুবটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এই সময়ে মেরু অঞ্চলে দিন ও রাত্রি দুটোই সমান থাকে। এই সময় উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়ে থাকে, যেটি Aurora দেখার জন্য সঠিক পরিবেশ তৈরী করে। গ্রীষ্মের মাসগুলির তুলনায় এই সময় আকাশ বেশি অন্ধকার থাকে, যেটি এই সময় অসাধারণ উত্তরী মেরু আলো দেখার সুযোগ প্রদান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন