Vivo V60 স্মার্টফোনে Snapdragon 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপ 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত।
Photo Credit: Vivo
Vivo V60 তিনটি রঙে কিনতে পাওয়া যাবে
Vivo V60 মঙ্গলবার ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে একটি প্রিমিয়াম মডেল হিসেবে এসেছে। সংস্থা দাবি করেছে, এটি 6,500mAh ব্যাটারি যুক্ত সবথেকে পাতলা (7.6 মিমি) ফোন। হ্যান্ডসেটটির প্রধান আকর্ষণ Zeiss ব্র্যান্ডের অত্যাধুনিক ট্রিপল ক্যামেরা সিস্টেম। ফোনটিতে ফটোগ্রাফি নির্ভর একাধিক দুর্দান্ত বৈশিষ্ট্য পাবেন। Vivo V60 এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 ধুলো ও জলরোধী রেটিং, Zeiss মাল্টিফোকাল পোট্রেট, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, AI হাইপার যুম, ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেম, AI ইরেজার, 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট, আলট্রা লার্জ VC কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, ইত্যাদি।
Vivo V60 এর সামনে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1,080x2,392 পিক্সেল) রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, 5,000 নিট লোকাল পিক ব্রাইটনেস, HDR10+, এবং P3 সিনেমা-গ্রেড ওয়াইড কালার গ্যামেট সাপোর্ট করে। স্ক্রিনটি SGS লো ব্লু লাইট সার্টিফিকেশনের সঙ্গে এসেছে। এর অর্থ চোখের উপর নীল আলোর ক্ষতিকারক প্রভাব কমাতে সাহায্য করবে।
পারফরম্যান্সের কথা বললে, ডুয়াল সিমের (ন্যানো + ন্যানো) ভিভো ভি60 স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই 4 ন্যানোমিটারের চিপ 16 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধির সুবিধা নেই। ফোনটি Android 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
Vivo V60 এর পিছনের প্যানেলে Zeiss প্রোফেশনাল ইমেজিং সহ ফ্ল্যাগশিপ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং 10x হাইব্রিড জুম সহ 50 মেগাপিক্সেল Zeis সুপার টেলিফটো ক্যামেলা, ও 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 8 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর বর্তমান। সামনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। 92 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ নিশ্চিত করে যাতে কেউ ফ্রেমের বাইরে না থাকে।
সামনের এবং পিছনের উভয় ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করা যায়। এই ফোনে ওয়েডিং vLog 2 ফিচার আছে। এর মাধ্যমে শুধু টেমপ্লেট নির্বাচন করে কয়েকটি ক্লিপ রেকর্ড করতে হবে। তারপর ভিভোর ইন্টেলিজেন্স সিস্টেম সেগুলি সুন্দরভাবে বিবাহের ভিডিয়োতে এডিট করে দেবে। পোর্ট্রেট প্রেমীদের জন্য, Vivo V60 দুটি নতুন ফোকাল দৈর্ঘ্য (85 মিমি ও 100 মিমি) দিয়ে এখন পাঁচটি ফোকাল-দৈর্ঘ্যের Zeiss মাল্টিফোকাল পোর্ট্রেট নিয়ে এসেছে।
ভিভোর নতুন ফোনে AI ইমেজ এক্সপেন্ডার, AI স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, AI ফোর-সিজন পোট্রেট, AI ক্যাপশন এবং AI-সমর্থিত ব্লক স্প্যাম কল টুলের মতো বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স রয়েছে। এছাড়া, 90W তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট সহ 6,500mAh ব্যাটারি, NFC, IP68 + IP69 রেটিং ও ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ভারতে Vivo V60 এর দাম ভারতে Vivo V60 এর দাম 36,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। 8 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 38,999 টাকা এবং 40,999 টাকা। আর টপ 16 জিবি + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য 45,999 টাকা। ফোনটি অস্পিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু রঙে পাওয়া যাচ্ছে। হ্যান্ডসেটটি আগস্ট 19 থেকে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ই-কমার্স সাইট এবং নির্বাচিত অফলাইন খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন