Redmi Note 15 Pro সিরিজ 2025 সালের সর্বোচ্চ মানদন্ড অনুসারে তৈরি বলে জানানো হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Note 14 Pro সিরিজ গত বছর ডিসেম্বরে ভারতে এসেছিল
Redmi Note 15 Pro সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে আগস্টে লঞ্চ হচ্ছে। সংস্থার এক কর্তা মঙ্গলবার সোশ্যাল মিডিয়া মারফত এই খবরে শিলমোহর দিয়েছেন। শাওমির রেডমি নোট লাইনআপ বরাবরই খুব জনপ্রিয় একটি নাম। Redmi Note 15 Pro সিরিজের অধীনে Redmi Note 15 Pro এবং Redmi Note 15 Pro+ চীনে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনগুলি উচ্চ-মানের স্পেসিফিকেশন ও আকর্ষণীয় ডিজাইনের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। রেডমি স্পেসিফিকেশন নিয়ে কিছু না বললেও, নতুন লাইনআপে 7,000mAh ব্যাটারি এবং স্যাটেলাইট কানেক্টিভিটি থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস চীনের একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের পোস্টে এই মাসেই Redmi Note 15 Pro সিরিজ লঞ্চ করার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি 2025 সালের সর্বোচ্চ মানদন্ড অনুসারে তৈরি করা হয়েছে। আমরা কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মেটেরিয়াল, এবং সাপোর্টের ক্ষেত্রে নতুন শিল্প মান নির্ধারণ করেছি। তিনি আরও জানান, রেডমি নোট সিরিজ একশোরও বেশি দেশে বিক্রি হয়েছে।
তিনি দাবি করেছেন 2025 সালের প্রথমার্ধে 175 ডলার (প্রায় 15,000 টাকা) থেকে 499 ডলার (প্রায় 44,000 টাকা) দামের মধ্যে এই সিরিজ সবচেয়ে বেশি বিক্রিত ডোমেস্টিক মোবাইল ফোন। তাঁর কথায়, Redmi Note 15 Pro+ হাই কোয়ালিটি স্পেসিফিকেশন এবং নজরকাড়া ডিজাইনের সাথে আত্মপ্রকাশ করতে পারে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, Redmi Note 15 Pro+ মডেলে 1.5K রেজোলিউশন সহ একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এটি Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলবে বলে মনে করা হচ্ছে। হ্যান্ডসেটটিতে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। এটি Beidou এর শর্ট মেসেজ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সাপোর্ট করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
খবর সত্যি হলে, Redmi Note 15 Pro+ হবে শাওমির সহযোগী সংস্থার স্যাটেলাইট সংযোগ সমর্থনকারী প্রথম স্মার্টফোন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা আছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। Redmi Note 15 Pro লাইনআপ সম্পর্কে শীঘ্রই আরও বিস্তারিত তথ্য সামনে আসার আশা করা যায়।
প্রসঙ্গত, Redmi 15 5G ভারতে আগস্ট 19 লঞ্চ হচ্ছে। এতে 7,000mAh কার্বন সিলিকন ব্যাটারি প্যাক থাকবে যা ফুল চার্জ করলে 23.5 ঘন্টা ইউটিউব দেখা যাবে। 4 বছর পরেও ব্যাটারিটি তার মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে। রেডমি আরও জানিয়েছে যে, এটি 7,000mAh ব্যাটারির সবথেকে পাতলা ফোন হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন