বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে ঠিক যে পরিস্থিতির জন্য প্রাণের সূত্রপাত হয়ত প্রতিবেশী গ্রহে হয়তো ঠিক একই রকম পরিস্থিতি তৈরী হয়েছিল। এর আগে অন্য এক গবেষণায় বিজ্ঞানীরা মঙ্গল পৃষ্ঠে বরফের সন্ধান পেয়েছিলেন
Photo Credit: NASA/ JPL-Caltech
NASA ও ESA এর সংগ্রহ করা তথ্য থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন এক সময় মঙ্গল পৃষ্ঠের নীচে ছিল একাধিক হ্রদ
অতীতে মঙ্গল গ্রহে বিপুল পরিমান জল ছিল। সম্প্রতি আমেরিকা ও ইউরোপের মহাকাশ যান থেকে তোলা ছবি দেখে এই কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
NASA ও ESA এর সংগ্রহ করা তথ্য থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন এক সময় মঙ্গল গ্রহে মাটির নীচে অনেকটা জল ছিল। ইটালি ও নেদারল্যান্ডে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এই গবেষণা দলের সাথে যুক্তি অন্যতম বিজ্ঞানী ফ্রান্সেস্কো সালেসি জানিয়েছেন, মঙ্গল গ্রহে মাটির নীচে ছিল একাধিক হ্রদ। একে অপরের সাথে যুক্ত ছিল হ্রদগুলি।
বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীতে ঠিক যে পরিস্থিতির জন্য প্রাণের সূত্রপাত হয়ত প্রতিবেশী গ্রহে হয়তো ঠিক একই রকম পরিস্থিতি তৈরী হয়েছিল। এর আগে অন্য এক গবেষণায় বিজ্ঞানীরা মঙ্গল পৃষ্ঠে বরফের সন্ধান পেয়েছিলেন।
বিশেষ করে মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে এই জলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। একাধিক হ্রদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী খালের মাধ্যমে জল প্রবাহিত হত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Aaromaley Now Streaming on JioHotstar: Everything You Need to Know About This Tamil Romantic-Comedy
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging