বছরের প্রথম দিন সৌরজগতের শেষ প্রান্তে সভ্যতার চোখ মেলল ‘নিউ হরাইজনস’

নতুন বছরের প্রথম দিনেই ‘আল্টিমা থুলি’ –র পাশ থেকে উড়ে গেল ‘নিউ হরাইজনস’। সেই সময় খুব কাছ থেকে ‘আল্টিমা থুলি’ –র ছবি তুলবে নাসা। এই ছবি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে কয়েক ঘন্টা।

বছরের প্রথম দিন সৌরজগতের শেষ প্রান্তে সভ্যতার চোখ মেলল ‘নিউ হরাইজনস’

Photo Credit: NASA

বিজ্ঞাপন

প্রাচীন অভিযাত্রীদের কাছে, ‘আল্টিমা থুলি' কথার অর্থ ছিল ম্যাপের বাইরে অজানা দেশে অভাযান চালানো। এক কথায় ভ্রমণ এবং আবিষ্কার চরম সীমা।

মানুষের সব সীমার বাইরে যখন ‘নিউ হরাইজনস' কে পাঠানোর সিদ্ধান্ত নিল নাসা তখন ‘আল্টিমা থুলি' নামটি বেশ খাপ খেয়ে গিয়েছিল। প্লুটোর ওপারে ‘কুইপার বেল্টে' সৌর জগতের শেষ সীমায় অবস্থান করে এই ‘আল্টিমা থুলি'।

‘আল্টিমা থুলি' পৃথিবী থেকে এতটাই দূরে যে পৃথিবী থেকে তা স্পষ্ট দেখা যায় না। তাই এই বস্তুটি কেমন দেখতে তা নিয়ে সংশয় ছিল বিজ্ঞানীদের। গত বছরে পর্যবেক্ষনের পরে এই বস্তুটির আকার ও আয়তন সম্পর্কে জানতে পারেন বিজ্ঞানীরা।

নতুন বছরের প্রথম দিনেই ‘আল্টিমা থুলি' –র পাশ থেকে উড়ে গেল ‘নিউ হরাইজনস'। সেই সময় খুব কাছ থেকে ‘আল্টিমা থুলি' –র ছবি তুলবে নাসা। এই ছবি পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে কয়েক ঘন্টা। ‘নিউ হরাইজনস' থেকে প্রথম ছবি পৃথিবীতে পৌঁছানোর সাথে সাথেই মানুষের জানার পরিধী এক ধাপে অনেকটা বেড়ে যাবে।

“এটি একটি অভিযান।” বলেন এই মিশনের সাথে যুক্ত বিজ্ঞানী অ্যালান স্টার্ন। “এতদিন কুইপার বেল্টের বস্তুগুলিকে আমরা আলোক বিন্দু হিসাবে দেখতাম। পরম শূণ্যে জমে থাকা বস্তু মানুষ আগে কখনও দেখেনি। সবার এই বিষয় নিয়ে নিজস্ব ধারনা আছে। সব ধারনা ভুল হয়ে যেতে পারে।”

দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বলেন, “আমরা মঙ্গলবার জানতে পারব।”

নরুন বছরে এই কীর্তি উদযাপন করতে প্রস্তুত নাসা। NASA TV আর YouTube চ্যানেলে এই ঘটনা লাইভ স্ট্রিম চলতে থাকজবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme GT 8 সিরিজ 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ডিজাইন, ফিচার্স মুগ্ধ করবে
  2. 7,560mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে Redmi K90 Pro Max, ফোন থেকেই চার্জ হবে অন্য ডিভাইস
  3. দিওয়ালি অফারে চমক BSNL-এর, মাসে 151 টাকা খরচে প্রতি দিন 2GB ডেটা ও ফ্রি কলিং
  4. Redmi Turbo 5 লঞ্চ হতে পারে নভেম্বরে, 9,000mAh ব্যাটারিতে ঝড় তুলবে বাজারে
  5. আচমকা বন্ধ হচ্ছে WhatsApp-এর জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য খুব দুঃসংবাদ
  6. কম দামে প্রিমিয়াম ফোন, লঞ্চ হল ফ্ল্যাগশিপ কিলার iQOO 15, আছে 7,000mAh ব্যাটারি
  7. দিওয়ালি সেলে শেষ মুহূর্তের অফার, দুর্ধর্ষ ফিচার্সের ফোন 12,000 টাকা সস্তায় কিনুন
  8. OnePlus-এর ইতিহাসে প্রথম 7300mAh ব্যাটারির ফোন আসছে, বড় ঘোষণা করল সংস্থা
  9. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  10. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »