Redmi 15 5G-তে রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে একটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করতে সক্ষম।
Photo Credit: Redmi
Redmi 15 5G মিডনাইট ব্ল্যাক, ফ্রস্টি হোয়াইট, ও স্যান্ডি পার্পল রঙে উপলব্ধ হবে
Redmi 15 5G অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এই নতুন স্মার্টফোনের তিনটি মূল আকর্ষণ হল 144Hz রিফ্রেশ রেট, EV-গ্রেড 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, ও 6.9 ইঞ্চি ডিসপ্লে। সাধারণত একটি বাজেট ফোনে এমন উচ্চ রিফ্রেশ রেট, অত্যাধুনিক ব্যাটারি, বড় ডিসপ্লে খুব বিরল। ফলে সেই দিক থেকে বাজিমাত করেছে রেডমির নতুন মডেল৷ রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনটি একটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করতে সক্ষম৷ এর মাধ্যমে স্মার্টওয়াচ বা ইয়ারবাডের মতো ডিভাইস চার্জ করতে পারবেন৷ এতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Redmi 15 5G গুগলের জেমিনাই ও সার্কেল টু সার্চের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর ফিচার্সের সঙ্গে এসেছে৷
ভারতে Redmi 15 5G লঞ্চ হয়েছে 14,999 টাকায়। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে যথাক্রমে 15,999 টাকা ও 16,999 টাকা খরচ হবে। শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, ও অফলাইন স্টোরগুলির মাধ্যমে আগস্ট 28 থেকে বিক্রি শুরু হবে। এটি মিডনাইট ব্ল্যাক, ফ্রস্টি হোয়াইট, ও স্যান্ডি পার্পল রঙে কিনতে পারবেন।
Redmi 15 5G আকারে বিশাল৷ এতে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে যা FHD+ (1,080 × 2,340 পিক্সেল) রেজোলিউশন, 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 144 হার্টজ রিফ্রেশ রেট, 374 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং সর্বোচ্চ 850 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। 15,000 টাকার মধ্যে 144Hz রিফ্রেশ রেট সত্যিই অবিশ্বাস্য৷ এটি গেম খেলা বা ভিডিয়ো দেখার সময় দারুণ অভিজ্ঞতা প্রদান করবে৷ এছাড়া, ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন বর্তমান।
রেডমি 15 5G মডেলটি স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যামও ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি)পর্যন্ত বৃদ্ধি করা যাবে। হ্যান্ডসেটটির যে ফিচার নিয়ে সবথেকে বেশি শোরগোল পড়েছে, সেটি হল 7,000mAh ব্যাটারি। এটি বৈদ্যুতিক গাড়িতে মতো কার্বন সিলিকন রসায়নে তৈরি। 4 বছর পরেও মূল ক্ষমতার 80 শতাংশ ধরে রাখবে বলে দাবি করা হয়েছে।
Redmi 15 5G এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। সামনের দিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ৷ ফোনটি Android 15 নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে চলে। এতে দুই বছরের Android OS আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 200 শতাংশ ভলিউম সহ ডলবি সার্টিফায়েড স্পিকার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন