Oppo K13 Turbo সিরিজ দেশের প্রথম স্মার্টফোন যা কুলিং ফ্যান সহ এসেছে। এমন সেন্ট্রিফিউগাল ফ্যান এর আগে দেশের কোনও মোবাইলে দেখা যায়নি।
Photo Credit: Oppo K13 Turbo সিরিজে 7,000mAh ব্যাটারি আছে
Oppo K13 Turbo Pro ফোনে 6.8 ইঞ্চি AMOLED Dimensity 8400 চিপসেট, 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ও ইন-বিল্ট কুলিং ফ্যান রয়েছে।
Oppo K13 Turbo Pro আগস্ট 11 তারিখে K13 Turbo Pro-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। Pro ভেরিয়েন্টের সেল আগস্ট 15 থেকে শুরু হয়েছে। আর আজ থেকে স্ট্যান্ডার্ড মডেলটির বিক্রি শুরু হল। প্রথম সেলে Oppo K13 Turbo Pro এর উপর 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Oppo K13 Turbo সিরিজ দেশের প্রথম স্মার্টফোন যা কুলিং ফ্যান সহ এসেছে। এমন সেন্ট্রিফিউগাল ফ্যান এর আগে দেশের কোনও ফোনে দেখা যায়নি। আবার প্যাসিভ কুলিংয়ের জন্য উভয় মডেলেই 7,000 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। নতুন ফোনগুলির অন্যান্য আকষর্ণের মধ্যে রয়েছে 7,000mAh ব্যাটারি, IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স, এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ভারতে Oppo K13 Turbo এর দাম 27,999 টাকা থেকে শুরু হয় যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম। ফোনটির 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভার্সনও আছে যার দাম 29,999 টাকা। এটি ফার্স্ট পার্পল, নাইট হোয়াইট এবং মিডনাইট ম্যাভেরিক রঙে উপলব্ধ। হ্যান্ডসেটটি বর্তমানে Flipkart, Oppo India ই-স্টোর এবং নির্বাচিত অফলাইন রিটেল স্টোরগুলির মাধ্যমে আজ থেকে কেনা যাচ্ছে।
সেলের প্রথম দিনে, গ্রাহকরা Axis Bank, Bank of Baroda, DBS Bank, Federal Bank, HDFC Bank, IDFC First Bank এবং State Bank of India এর কার্ড ব্যবহার করে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এর ফলে Oppo K13 Turbo এর 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 24,999 টাকা এবং 26,999 টাকায় নেমে আসতে পারে।
Oppo K13 Turbo এর সামনে 6.80 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K (1,280x2,800 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। স্মার্টফোনটি MediaTek Dimensity 8450 প্রসেসর দ্বারা পরিচালিত যা 12 জিবি LPDDR5X র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এটি Android 15 নির্ভর ColorOS 15.0.2 কাস্টম সফটওয়্যারে রান করে। কোম্পানি দু'টি মেজর OS আপগ্রেড ও তিন বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
ওপ্পো কে13 টার্বোর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এতে বাইপাস চার্জিং ও 80W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি বর্তমান। হ্যান্ডসেটটির কুলিং সিস্টেমের কেন্দ্রে রয়েছে ইন-বিল্ট ফ্যান, এয়ার ডাক্ট, ও 7,000 বর্গ মিমি ভেপার চেম্বার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন