Realme P4 5G মডেলটি 20,000 টাকার নিচে একমাত্র স্মার্টফোন যেখানে একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ রয়েছে বলে দাবি করা হয়েছে।
Photo Credit: Realme
Realme P4 5G স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি থাকবে
Realme P4 5G সিরিজ আগস্ট 20 অর্থাৎ আগামীকাল ভারতে Realme P4 Pro 5G এর সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে। রিয়েলমি ইতিমধ্যেই তাদের নতুন ফোনগুলির ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি, ক্যামেরা, চার্জিং, ও অন্যান্য স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। এবার চমকে দিয়ে স্ট্যান্ডার্ড Realme P4 5G মডেলটির দাম ঘোষণা করল সংস্থা। জানিয়ে রাখি, এই স্মার্টফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G প্রসেসর এবং একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Realme P4 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে হাইপারগ্লো অ্যামোলেড ডিসপ্লে, 7,000mAh টাইটান ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, OIS ক্যামেরা, 7,000 বর্গমিমি এয়ারফ্লো ভিসি কুলিং সিস্টেম, ইত্যাদি।
রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার ফ্রান্সিস ওং X (সাবেক টুইটার) এর একটি পোস্টে জানিয়েছেন, Realme P4 5G-এর দাম ভারতে 17,499 টাকা থেকে শুরু হবে। এটি বেস র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য। এই দামের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে মার্কেট রিটেল প্রাইস বা MRP কিছুটা বেশি হতে পারে। হ্যান্ডসেটটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
Like I've just said, the launch events are boring. Announce the starting price of the #realmeP4 right away, it starts from ₹17499. On 20th Aug, we will just do a proper combat and actual testing of the all-new #HyperVisionAIChip. pic.twitter.com/U2LM0D3ns4
— Francis Wong (王硕) (@FrancisRealme) August 18, 2025
প্রসঙ্গত, Realme P3 5G গত মার্চে ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের তরফে দেওয়া 2,000 টাকার ডিসকাউন্ট প্রয়োগ করে 14,999 টাকায় অর্ডার করতে পারছিলেন ক্রেতারা। রিয়েলমি আরও দাবি করেছে যে, এটি 20,000 টাকার নিচে একমাত্র স্মার্টফোন যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স চিপ রয়েছে।
স্ট্যান্ডার্ড Realme P4 5G ফোনে 6.77-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা FHD+ রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং পরিস্থিতি অনুসারে 4,500 নিট পর্যন্ত সর্বাধিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্ক্রিনটি 3,840Hz পালস-উইথ মড্যুলেশন (PWM) ডিমিং, হার্ডওয়্যার স্তরের ব্লু লাইট ও ফ্লিকার রিডাকশন অফার করবে। এতে ডাইমেনসিটি প্রসেসর ছাড়াও একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ দেওয়া হবে।
রিয়েলমি পি4 5G ফোনের পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স থাকবে। এটি 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। ফোনটি তিনটি অ্যান্ড্রয়েড OS আপগ্রেড ও চার বছরে ধরে নিয়মিত সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে সংস্থা।
এছাড়াও, Realme P4 5G ফোনটিতে 7,000mAh টাইটান ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, এটি ফুল চার্জে 11 ঘন্টা পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) গেম খেলতে দেবে। রিয়েলমি আরও জানিয়েছে, এটি 25 মিনিটে প্রায় 50 শতাংশ চার্জ হতে পারবে। সঙ্গে রিভার্স চার্জিং, AI স্মার্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন