Made by Google ইভেন্টে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold লঞ্চ হবে।
Photo Credit: Google
Google Pixel 10 সিরিজের দিকে এখন নজর গোটা বিশ্বের
Google Pixel 10 সিরিজের হাই-ভোল্টেজ লঞ্চ ইভেন্ট আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। মার্কিন টেক জায়ান্টটি 'মেড বাই গুগল' (Made by Google) ইভেন্টে একঝাঁক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রকাশ্যে আনবে। অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হবে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold। ভারতেও পা রাখবে গুগলের লেটেস্ট ফোনগুলি। সংস্থাটি ইতিমধ্যেই Pixel 10 সিরিজের ডিজাইন প্রকাশ করেছে৷ আবার প্রতিটি মডেলের স্পেসিফিকেশন এবং দাম অনলাইনে ফাঁস হয়েছে। লঞ্চের আগেই Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold এর খুঁটিনাটি তুলে ধরা হল।
রিপোর্ট বলছে, বেস গুগল পিক্সেল 10 মডেলটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস সহ 6.3 ইঞ্চি FHD+ অ্যাকুয়া ডিসপ্লে, Tensor G5 প্রসেসর, 12 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 48 মেগাপিক্সেল প্রাইমারি + 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, 4,970mAh ব্যাটারি থাকতে পারে। এটি ভারতে 79,990 টাকায় লঞ্চ হতে পারে।
গুগল পিক্সেল 10 প্রো ও পিক্সেল 10 প্রো এক্সএল ফোন দু'টি একে অপরের সঙ্গে মিল বজায় রাখবে। কেবলমাত্র ডিসপ্লের আকার, ব্যাটারি স্পেসিফিকেশন, এবং চার্জিং স্পিড আলাদা হতে পারে। প্রো মডেলটি 6.3 ইঞ্চি ডিসপ্লে, 4,870mAh ব্যাটারি, ও 29W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে, যেখানে এক্সএল ভার্সনে 6.8 ইঞ্চি ডিসপ্লে, 5,200mAh ব্যাটারি, ও 39W ফাস্ট চার্জিং মিলবে।
এছাড়া, উভয় স্মার্টফোনে Tensor G5 প্রসেসর, 16 জিবি র্যাম + 1 টিবি পর্যন্ত স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 50 মেগাপিক্সেল প্রাইমারি + 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 48 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর, ও 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। ভারতে Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL এর দাম যথাক্রমে 1,09,999 টাকা ও 1,24,999 টাকা থেকে শুরু হবে।
গুগল পিক্সেল 10 ফোল্ড স্মার্টফোনের ভিতরে 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশনের 8.0 ইঞ্চি OLED এবং বাইরে 1,080 x 2,340 পিক্সেল রেজোলিউশনের 6.4 ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে। উভয়ই 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR সাপোর্ট, ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করবে।
এছাড়া, ফোল্ডেবল ফোনটিতে Tensor G5 প্রসেসর, 16 জিবি র্যাম + 1 টিবি পর্যন্ত স্টোরেজ, Android 16 অপারেটিং সিস্টেম, 48 মেগাপিক্সেল প্রাইমারি + 10.5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + 10.8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর,এবং 10 মেগাপিক্সেল কভার-মেইন সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এটি ভারতে 1,72,999 টাকায় লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন