7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল

Redmi Note 15 Pro+ এর ক্যামেরা আইল্যান্ডে একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি ক্যামেরা রয়েছে।

7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল

Photo Credit: Redmi

Redmi Note 15 Pro+ সম্পূর্ণ কার্ভড স্ক্রিনের সঙ্গে আসছে

হাইলাইট
  • Redmi Note 15 Pro+ ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকতে পারে
  • ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69K রেটিং থাকবে
  • Redmi Note 15 Pro+ মডেলে 7,000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা
বিজ্ঞাপন

Xiaomi অবশেষে Redmi Note 15 Pro সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করল। Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ আগামী আগস্ট 21 চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থাটি টপ-এন্ড Pro+ ভেরিয়েন্টের ডিজাইন ও বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে। Redmi Note 15 Pro+ মডেলটিতে কার্ভড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি রেডমির স্যাটেলাইট কানেক্টিভিটি সহ প্রথম ফোন হতে পারে। Redmi Note 15 Pro সিরিজ গত বছরের Note 14 লাইনআপের তুলনায় একঝাঁক আপগ্রেড আনতে পারে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 15 Pro সিরিজ আগস্ট 21 লঞ্চ হচ্ছে

কোম্পানিটি Weibo-তে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) একটি পোস্টে ঘোষণা করেছে, Redmi Note 15 Pro সিরিজ চীনে আগস্ট 21 সন্ধ্যা 7 টায় (ভারতীয় সময় বিকাল 4:30) লঞ্চ হবে। Redmi Note 15 Pro+ তার পূর্বসূরীর তুলনায় উন্নত ডিসপ্লে, ব্যাটারি ও সংযোগের সাথে ফ্ল্যাগশিপ-স্তরের অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস বলেছিলেন, Redmi Note 15 Pro সিরিজ 2025 সালের সর্বোচ্চ মানদন্ড অনুসারে তৈরি করা হচ্ছে।

Redmi Note 15 Pro+ স্পেসিফিকেশন ও ডিজাইন ও ডিজাইন

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এটি রেডমির প্রথম স্মার্টফোন হতে পারে যা Beidou-এর শর্ট মেসেজ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সাপোর্ট নিয়ে আসতে পারে। আসন্ন স্মার্টফোনটিতে "উচ্চ-মানের" স্পেসিফিকেশন থাকবে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে 1.5K কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি। Redmi Note 15 Pro+ ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য টপ-গ্রেড IP69K সার্টিফিকেশন পাবে।

রেডমির দাবি, ফোনটির ডিসপ্লে ও ফাইবারগ্লাস ব্যাক প্যানেল উভয়ই শাওমির ড্রাগন ক্রিস্টাল গ্লাস দ্বারা সুরক্ষিত থাকবে। রেডমি নোট 15 প্রো+ এর সবুজ রঙের মডেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটটিতে সম্পূর্ণ কার্ভড স্ক্রিন এবং সামান্য কার্ভড ব্যাক প্যানেল রয়েছে বলে মনে হচ্ছে। ক্যামেরা মডিউলটি দেখতে অনেকটা বৃত্তাকার বর্গক্ষেত্রের মতো, যেখানে চারটি কোণা সামান্য বাঁকানো।

Redmi Note 15 Pro+ এর ক্যামেরা আইল্যান্ডে একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়াও, সূত্র বলছে, Redmi Note 15 Pro+ মডেলে Snapdragon 7s Gen 3 চিপ থাকতে পারে। একই প্রসেসর বিদ্যমান Redmi Note 14 Pro+ 5G ফোনটিকেও শক্তি জোগায়। যদিও সংস্থা চিপসেটের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরার ফোন 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় এই অফার জেনে নিন
  2. Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
  3. Realme বর্ষশেষে বড় ধামাকা নিয়ে হাজির, শীঘ্রই লঞ্চ হচ্ছে Narzo সিরিজের দুই নতুন ফোন
  4. Apple-এর নতুন চমক, আসছে iPhone 17 সিরিজের সবচেয়ে সস্তা মডেল iPhone 17e, লঞ্চ কবে জেনে নিন
  5. Realme P4x 5G সস্তায় 7000mAh ব্যাটারি ও গেমিং ফিচার্স নিয়ে লঞ্চ হল, এক চার্জে 20 ঘন্টা ইউটিউব দেখা যাবে
  6. Motorola ভারতে এত পাতলা স্মার্টফোন আনছে যে বিশ্বাস হবে না! ডিসেম্বরে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  7. ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন
  8. OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!
  9. Moto G57 Power স্মার্টফোনের সেল শুরু, অফারে মাত্র 12,999 টাকায় 50MP Sony ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  10. Redmi 15C মাত্র 12499 টাকার লঞ্চ হল, বিশাল ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, ও 8GB র‍্যাম রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »