Redmi Note 15 Pro+ এর ক্যামেরা আইল্যান্ডে একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি ক্যামেরা রয়েছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro+ সম্পূর্ণ কার্ভড স্ক্রিনের সঙ্গে আসছে
Xiaomi অবশেষে Redmi Note 15 Pro সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করল। Redmi Note 15 Pro ও Redmi Note 15 Pro+ আগামী আগস্ট 21 চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থাটি টপ-এন্ড Pro+ ভেরিয়েন্টের ডিজাইন ও বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে। Redmi Note 15 Pro+ মডেলটিতে কার্ভড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি রেডমির স্যাটেলাইট কানেক্টিভিটি সহ প্রথম ফোন হতে পারে। Redmi Note 15 Pro সিরিজ গত বছরের Note 14 লাইনআপের তুলনায় একঝাঁক আপগ্রেড আনতে পারে বলে আশা করা হচ্ছে।
কোম্পানিটি Weibo-তে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) একটি পোস্টে ঘোষণা করেছে, Redmi Note 15 Pro সিরিজ চীনে আগস্ট 21 সন্ধ্যা 7 টায় (ভারতীয় সময় বিকাল 4:30) লঞ্চ হবে। Redmi Note 15 Pro+ তার পূর্বসূরীর তুলনায় উন্নত ডিসপ্লে, ব্যাটারি ও সংযোগের সাথে ফ্ল্যাগশিপ-স্তরের অভিজ্ঞতা প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস বলেছিলেন, Redmi Note 15 Pro সিরিজ 2025 সালের সর্বোচ্চ মানদন্ড অনুসারে তৈরি করা হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এটি রেডমির প্রথম স্মার্টফোন হতে পারে যা Beidou-এর শর্ট মেসেজ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমের সাপোর্ট নিয়ে আসতে পারে। আসন্ন স্মার্টফোনটিতে "উচ্চ-মানের" স্পেসিফিকেশন থাকবে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে 1.5K কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং 7,000mAh ব্যাটারি। Redmi Note 15 Pro+ ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য টপ-গ্রেড IP69K সার্টিফিকেশন পাবে।
রেডমির দাবি, ফোনটির ডিসপ্লে ও ফাইবারগ্লাস ব্যাক প্যানেল উভয়ই শাওমির ড্রাগন ক্রিস্টাল গ্লাস দ্বারা সুরক্ষিত থাকবে। রেডমি নোট 15 প্রো+ এর সবুজ রঙের মডেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। হ্যান্ডসেটটিতে সম্পূর্ণ কার্ভড স্ক্রিন এবং সামান্য কার্ভড ব্যাক প্যানেল রয়েছে বলে মনে হচ্ছে। ক্যামেরা মডিউলটি দেখতে অনেকটা বৃত্তাকার বর্গক্ষেত্রের মতো, যেখানে চারটি কোণা সামান্য বাঁকানো।
Redmi Note 15 Pro+ এর ক্যামেরা আইল্যান্ডে একটি LED ফ্ল্যাশ ইউনিটের পাশাপাশি তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়াও, সূত্র বলছে, Redmi Note 15 Pro+ মডেলে Snapdragon 7s Gen 3 চিপ থাকতে পারে। একই প্রসেসর বিদ্যমান Redmi Note 14 Pro+ 5G ফোনটিকেও শক্তি জোগায়। যদিও সংস্থা চিপসেটের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন