Photo Credit: NASA Goddard
আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে NASA। একাধিক মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে চাঁদে যাওয়ার পরিকল্পনার কথা যানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
মঙ্গলবার নাসা জানিয়েছে মঙ্গল ও চাঁদে মানুষ বসবাসের জন্য বিভিন্ন মার্কিন কোম্পানির সাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। এই পদক্ষেপ আমাদের ভবিষ্যতে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
“আমরা চাঁদে যাওয়ার জন্য একাধিক কোম্পানির সাথে হাত মেলাচ্ছি। আবার চাঁদের মাটিতে পা রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। কত তাড়াতাড়ি আমরা চাঁদে পৌঁছাবো আপনি ভাবতেও পারছেন না। ” টুইটারে জানিয়েছেন এক নাসা আধিকারিক। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারে জানাবে নাসা। এই সানবাদিক বৈঠকে কোন কোম্পানির সাথে হাত মিলিয়ে নাসা আবার চাঁদে মহাকাশচারি পাঠাবে তা জানানো হবে।
এই প্রোজেক্টে চাঁদে মানুষ বসবাস কতটা বাস্তবিক তা নিয়ে গবেষণা করা হতে পারে। এছাড়াও বাণিজ্যিকভাবে চাঁদ কতটা ভালো সারা বিশ্বের পার্টনারদের সাথে তা খুঁজবে নাসা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন