দৈনন্দিন জীবনে মহাকাশ গবেষনার তাৎপর্য বোঝাতে নতুন ওয়েবসাইট লঞ্চ করল নাসা। নতুন এইই ওয়েবসাইটে নাম NASA Home and City। একটি ভার্চুয়াল স্পেসে প্রায় 130 টি আলাদা টেকনোলজি বোঝানো হয়েছে এই ওয়েবসাইটে। মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে মার্কিন গবেষনা সংস্থা।
এই সবকটি টেকনোলজি বাণিজ্যিক প্রোডাক্টে ব্যবহার হয় যা নাসার মহাকাশ গবেষণার জন্য তৈরী হয়েছিল। “নতুন এই ওয়েবসাইটে দৈনন্দিন জীবনে নাসার গবেষনার ফল দেখা যাবে এই ওয়েবসাইটে।” টুইটারে জানিয়েছেন নাসা অধিকর্তা জিম ব্রিন্ডেনস্টাইন।
“GPS থেকে এয়ারপ্লেন, শিশুদের প্রোডাক্ট থেকে স্মার্টফোনের ক্যামেরা। নাসার প্রযুক্তি আপনাকে ঘিরে রয়েছে।” বলে জানিয়েছেন তিনি।
50 বছরের বেশি সময় ধরে বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সাথে হাত মিলিয়ে নাসার প্রযুক্তি সাধারন মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। এই তালিকায় রয়েছে বিভিন্ন জল পরিষোধক ফিল্টার। অ্যাপোলো মহাকাশচারীদের জল শোধনের জন্য যা তৈরী হয়েছিল।
“মহাকাশের জন্য তৈরী আমাদের প্রযুক্তি সবসময় পৃথিবীর মানুষের জীবনকে সহজ করে তুলেছে।” বলে জানিয়েছে অন্য এক নাসা অধিকর্তা জিম রেউটার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন