মহাকাশ পর্যটন সহ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে বাণিজ্যিক ভাবে ব্যবহার শুরু করবে NASA। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই কাজ। মহাকাশে থাকা এই গবেষণাগার থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যেই এই পরিষেবা শুরু হচ্ছে।
মহাকাশ কেন্দ্রে ঘুরতে যেতে কত খরচ হবে? রিটার্ন টিকিট কাটতে খরচ হবে 10 মিলিয়ান মার্কিন ডলার। সাথে প্রতি রাত থাকার খরচ 35,000 মার্কিন ডলার।
“এই প্রথম বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রকে খুলে দিচ্ছে NASA। এর আগে কখনও এই কাজ করেনি মার্কিন মহাকাশ সংস্থা।” নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এই ঘোষনা করেছেন NASA বাণিজ্যিক অফিসার জেফ ডেউইট।
বছরে দুই বার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক পাঠাবে NASA। মহাকাশ যাত্রা করতে মার্কিন নাগরিকত্ব থাকা বাধ্যতামুলক নয়। এই যাত্রায় পর্যটকের প্রায় 58 মিলিয়ান মার্কিন ডলার খরচ হবে। ইতিমধ্যেই SpaceX আর Boeing এর সাথে হাত মিলিয়ে এই প্রোজেক্টে কাজ শুরু করেছে NASA।
2019 সালের শেষের দিকে SpaceX আর Boeing এর ট্রান্সপোর্ট ক্যাপসুল তৈরী শেষ হবে। এরপর পরীক্ষামুলকভাবে এই ক্যাপসুলগুলি মহাকাশে পাঠানো হবে। 2020 সালে বাণিজ্যিকভাবে পর্যটকদের মহাকাশে পাঠানো যাবে।
পর্যটকরা NASA -র স্টেশন, খাবার, জল আর জীবন দায়ী ব্যবস্থা ব্যবহারের জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে পেমেন্ট করবেন।
এক ব্যাক্তির আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এক রাত থাকার খরচ 35,000 মার্কিন ডলার। তবে ইন্টারনেট ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ করতে হবে পর্যটককে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের খরচ 50 মার্কিন ডলার।
প্রসঙ্গত 1998 সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তৈরী করেছিল রাশিয়া। তবে অন্যান্য দেশের মহাকাশ গবেষকরাও এই গবেষনা কেন্দ্র ব্যবহার করেন। তবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্র বেশিরভাগ মডিউল নিয়ন্ত্রণ করে।
তবে এর আগেও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পর্যটক গিয়েছিলেন। 2001 সালে প্রথম পর্যটক হিসাবে মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন মার্কিন ধনকুবের ডেনিস টটো। মহাকাশে যেতে মার্কিন শিল্পপতির খরচ হয়েছিল 20 মিলিয়ন মার্কিন ডলার।
যে কোন সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন থেকে ছয় জন গবেষক থাকেন। এই মুহুর্তে সেখানে রয়েছেন তিন মার্কিন, দুই রাশিয়ান ও এক কানাডার বিজ্ঞানী।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন