মঙ্গলে অদ্ভুত এক বস্তুর সন্ধান পেল কিউরিওসিটি রোভার। NASA জানিয়েছে এই টুকরোটি ছোট পাথরের জিনিসটি কোন একটি মহাকাশযানের থেকে ভেঙে পড়া ছোট টুকরো।
13 অগাস্ট কিউরিওসিটি যানের তোলা এই ছবি মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা তৈরী করে। অনেকেই মনে করছেন কিউরিওসিটি যান থেকে ভেঙে পড়েছে এই টুকরোটি।
“খুবই পাতলা পাথরের আকারের একটি জিনি পাওয়া গিয়েছে। এটী নিঃসন্দেহে কিওরিওসিটি যান থেকে খশে পড়া কোন অংশ নয়।” বলে জানিয়েছেন মিশন কিউরিওসিটি দলের সদস্য ব্রিটনি কুপার।
2012 সালে বেশ চিন্তায় পড়েছিলেন কিউরিওসিটি দলের সদস্যরা। সেই সময় উজ্জ্বল একটি জিনিস মঙ্গলের মাটিতে দেখা গিয়েছিল। এক রিপোর্টে জানানো হয়েছিল কিউরিওসিটি যান থেকে খশে পড়েছিল উজ্জ্বল এই বস্তু।
জুন মাসে মঙ্গল গ্রহে বালি ধড় শুরু হয়েছে। এখন সেই বালি ঝড় নিয়েই গবেষনা করছে কিউরিওসিটি যান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন