Photo Credit: NASA
অবসর নিলেন নাসার নভোচর পেগি হোটসন। 665 দিন মহাকাশে কাটিয়ে বিশ্বরেকর্ড করেছিলে পেগি। এবার নাসা থেকে অবসর নিলেন তিনি। মার্কিন নাগরিকদের মধ্যে সবথেকে বেশি সময় মহাকাশে কাটানোর রেকর্ড রয়েছে 58 বছর বয়সী এই মহাকাশচারীর। এছাড়াও বিশ্বে যে কোন মহিলার মধ্যে সবথেকে বেশিবার স্পেস ওয়াকের রেকর্ডও তার ঝুলিতে। 10 বার স্পেসওয়াকে মোট 60 ঘন্টা 21 মিনিট মহাশূন্যে কাটিয়েছেন পেগি হোটসন। এটিই কোন যে কোন মার্কিন নাগরিকের মাহাকাশে কাটানো সবথেকে বেশি সময়।
“আমার জীবনের স্বপ্ন ছিল নাসার মহাকাশচারী হওয়া। আর সারা জীবন তা করতে পেরে আমার স্বপ্ন পূরণ হল।” টুইটারে বলেন পেগি হোটসন।
2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রধান মহাকাশচারীর ভুমিকা পালন করেছেন পেগি হোটসন। তিনিই প্রথম মহিলা ও মিলিটারির সদস্য না হয়েও এই পদ সামলেছেন। মহাকাশচারী হিসাবে তিন বার ইন্টারন্যাশানাল স্পেস স্টেশানে লম্বা মিশনে যোগ দিয়েছিলেন পেগি হোটসন। তিন বারেই একাধিক রেকর্ড তৈরী করেছেন তিনি।
2002 সালে প্রথম মহাকাশে যান পেগি হোটসন। 21 টি বৈজ্ঞানিক আবিষ্কারে অংশ নেন পেগি। তিনিই নাসার প্রথম স্পেস স্টেশান সায়েন্স অফিসার ছিলেন। 2008 সালে আবার মহাকাশ স্টেশানে ফিরে গিয়ে স্পেস স্টেশানের প্রথম মহিলা কমান্ডার হন পেগি হোটসন। 2016 সালে আবার স্পেস স্টেশানে ফিরে গিয়ে তিনি প্রথম মহিলা হিসাবে দুই বার স্পেস স্টেশানের কমান্ডার হন।
“এই সময়ে আমার উপরে যাঁরা বিশ্বাস রেখেছিলেন তাঁদের ধন্যবাদ। নাসার সাথে আমার এই যাত্রা দারুন ছিল।” বলেন পেগি।
1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হয় পেগি হোটসনের। 1986 সালে তিনি প্রথম নাসা যোগদান করেন। নাসার একাধিক বড় মিশনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন পেগি হোটসন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন