নতুন গ্রহ আবিষ্কারের জন্য একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে নাসা। Transiting Exoplanet Survey Satellite (TESS) নামের এই কৃত্রিম উপগ্রহটি চাঁদের পাশ থেকে যাওয়ার সময় একাধিক চাঁদের ছবি তুলে পৃথবীতে পাঠিয়েছে। নাসা জানিয়েছে এর ফলে নতুন পৃথিবী খোঁজার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মার্কিন স্পেস সংস্থা।
চাঁদ থেকে মাত্র 8,000 কিমি দূর থেকে গিয়েছে এই কৃত্রিম উপগ্রহটি। আর সেখান থেকে শক্তি সংগ্রহ করে এবার সৌরমন্ডলে পারি দেবে TESS। সম্প্রতি এই কথা জানিয়েছে নাসা।
TESS এর ক্যামেরাটি চেক করার জন্য চাঁদের কিছু ছবি তুলেছে এই মিশনের বৈজ্ঞানিকরা। আর দুই সেকেন্ডের টেস্ট এক্সপোজারে চাঁদের চবি তুলে পাঠিয়েছে এই কৃত্রিম উপগ্রহ। দক্ষিণ আকাশের দিকে মুখ করে তোলা এই ছবিতে 200,000 এর বেশি তারা একসাথে দেখা যাচ্ছে।
এক টুইটে নাসার অ্যাডমিনিস্ট্রেটার জিম ব্রিনডেন্সটাইন জানিয়েছেন “TESS এর প্রথম ছবি শেয়ার করতে পেরে আমি উত্তেজিত। এই ছবিতে একসাথে 200,000 টি তারা দেখা যাচ্ছে।”
গত 18 এপ্রিল ফ্লোরিডার কেপ কার্নিভাল স্পেস স্টেশান থেকে উৎক্ষেপন করা হয় এই কৃত্রিম উপগ্রহ। সৌরমন্ডলের বাইরে প্রহ খুঁজে বার করতে অগ্রনী ভুমিকা নেবে TESS।
প্রথম দুই বছরে এই টেস্ট ইমেজের থেকে 400 গুন বেশি আকাশের ছবি তুলতে পারবে এই কৃত্রিম উপগ্রহ। এর ফলে সহজ হয়ে যাবে নাসার নতুন গ্রহ খোঁজার কাজ।
নাসা জানিয়েছে আগামী জুন মাসেই TESS পৃথিবীতে পাঠাবে প্রথম বৈজ্ঞানিক ছবিটি। যা “ফার্স্ট লাইট” নামে পরিচিত বৈজ্ঞানিক মহলে।
আগামী 30 মে পৃথিবীর কক্ষপথ ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে এই যান। জুন মাসের মাঝামাঝি ক্যামেরা ক্যালিব্রাশানের কাজ শেষ হলেই কাজে লেগে পড়বে এই কৃত্রিম উপগ্রহ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন