Photo Credit: Twitter/ China Xinhua Sci-Tech
মানুষ নয়, খবর পড়ছে রোবট। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে হুবহু মানুষের মতো খবর পড়ছে রোবট। সম্প্রতি এই খবর চিনে সম্প্রচারিত হয়েছে। চিনের শিনহুয়া সংবাদ সংস্থা এই খবর সম্প্রচার করেছে।
ছোট চুল, গোলাপী রঙের জামা পড়ে খবর পড়েছে “শিন শিয়াওমেং” নামের এই রোবট। এক মিনিটের দুটি খবর পড়তে দেখা গিয়েছে রোবটটিকে। আর্টিফিশিয়ানল ইন্টিলিজেন্সের রোবট হিসাবে শিনহুয়া কোম্পানিতে কাজ করছে “শিন শিয়াওমেং”।
গত বছর নভেম্বর মাসে প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে খবর পড়াও ঘটনা সামনে এসেছিল চিনে। সেই সময় শিউ হাও মানে একটি রোবট আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে খবর পড়েছিল। ইতিমধ্যেই 10,000 মিনিটের মাশি সময় খবর পড়েছে শিন হাও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন