Photo Credit: Mobzine.ro
দুটি নতুন স্মার্টফোনের সঙ্গেই নতুন ট্যাবলেট নিয়ে এল Huawei। বাজারে এল Huawei Matepad T8। আপাতত রোমানিয়ায় এই ট্যাবলেট লঞ্চ করেছে চিনের সংস্থাটি। নীল রঙের এই ট্যাবলেটে ডিসপ্লের চারপাশে তুলনামূলক চওড়া বেজেল থাকছে। ট্যাবলেটের পিছনে থাকছে একটি মাত্র ক্যামেরা। জুন থেকে এই ট্যাবলেট বিক্রি শুরু করবে Huawei।
Huawei Matepad T8 এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 8,400 টাকা। জুন থেকে নীল রঙে রোমানিয়ায় এই ট্যাবলেট বিক্রি শুরু হবে। একাধিক অনলাইন স্টোর থেকে বুকিং করা যাবে।
Huawei Matepad T8-এ Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ট্যাবলেটে রয়েছে একটি 8 ইঞ্চি HD+ ডিসপ্লে। সঙ্গে রয়েছে MediaTek MTK8768 চিপসেট, 2GB RAM। 16GB ও 32GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Huawei Matepad T8-এর ভিতরে রয়েছে 5,100 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ট্যাবলেটে 12 ঘণ্টা ভিডিও দেখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন