পাঁচটি নতুন বাজেট Android ট্যাবলেট লঞ্চ করল Lenovo। এর মধ্যে সব থেকে কম দামের ট্যাবলেটের দাম মাত্র 69.99 মার্কিন ডলার (প্রায় 4,900 টাকা)। বিভিন্ন আলাদা কনফিগারেশানে নতুন E7, E8, E10, P10 আর M10 ট্যাবলেটগুলি লঞ্চ করেছে কোম্পানিটি। এর মধ্যে বেশিরভার লেপটপের Android 8.1 Oreo অথবার Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। ইতিমিধ্যেই মার্কিন মুলুকের Lenovo E8 ট্যাবলেট বিক্রি শুরু হয়ে গিয়েছে।
এই ট্যাবলেটগুলির মধ্যে সবথেকে কম দামে লঞ্চ হয়েছে Lenovo E7। Lenovo E7 এর দাম 69.99 মার্কিন ডলার (প্রায় 4,900 টাকা)। এই ট্যাবলেটে রয়েছে একটি 7.3 ইঞ্চি LCD ডিসপ্লে। Lenovo E7 এর ভিতরে থাকবে MediaTek MT8167 চিপসেট, 1GB RAM আর 16GB স্টোরেজ। Lenovo E7 এ থাকবে একটি 2700 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ট্যাবলেটে 5 ঘন্টা ভিডিও দেখা যাবে।
Lenovo E8 এর দাম 99 মার্কিন ডলার (প্রায় 6,900 টাকা)। কিন্তু এই ল্যাপটপে Android Nougat অপারেটিং সিস্টেম চলবে। Lenovo E8 এ থাকবে একটি 8 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। Lenovo E8 এর ভিতরে থাকবে Mediatek MT8163B প্রসেসার, 1GB RAM আর 16GB স্টোরেজ। Lenovo E8 এর ভিতরে একটি 4850 mAh ব্যাটারি ব্যবহার করেছে Lenovo।
E সিরিজের শেষ ল্যাপটপ Lenovo E10। Lenovo E10এর দাম 129 মার্কিন ডলার (প্রায় 9000 তাকা)। Lenovo E10 এ Android Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম চলবে। Lenovo E10 এ রয়েছে একটি 10 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকবে একটি Snapdragon 210 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। এই ট্যাবলেটেও একটি 2850 mAh ব্যাটারি থাকবে।
এর সাথেই Lenovo P10 আর Lenovo M10 ট্যাবলেট দুটি লঞ্চ হয়েছে। Lenovo M10 ট্যাবলেটে রয়েছে একটি 10.2 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ট্যাবলেটের ভিতরে Snapdragon 450 চিপসেট থাকবে। এর সাথেই থাকবে 3GB RAM আর 32GB স্টোরেজ। এই ট্যাবলেটেও একটি 2850 mAh ব্যাটারি থাকবে।
লঞ্চ হওয়া নতুন ট্যাবলেটের তালিকায় শেষ নাম Lenovo P10। এই ট্যাবলেটে রয়েছে একটি 10.1 ইঞ্চি ডিসপ্লে। Lenovo P10 এর ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। Lenovo P10 এর ভিতরে থাকবে একটি বিশাল 7000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন