শুরু হল Airtel-Zee5 Summer Bonanza। এর ফলে Airtel গ্রাহক বিনামূল্যে Zee5 সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। 149 টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে। তবে শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের নয়, পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকদেরও একই সুবিধা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 149 টাকা বা বেশি দামের প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে Zee5 সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে। এছাড়াও পোস্টপেড ও ব্রডব্যান্ড গ্রাহকরাও এই সুবিধা পাবেন। Airtel Thanks অ্যাপ থেকে 12 জুলাই পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
Airtel Thanks থেকে নিজের সাবস্ক্রিপশন পাওয়ার পরে ফোনে Zee5 ইন্সটল করতে হবে। অফার শেষ হলে সাবস্ক্রিপশন রিচার্জ করে Zee5 দেখা চালিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
Zee5 জানিয়েছে তাদের প্ল্যাটফর্মে 4,500 সিনেমা ও 12 টা ভাষায় অরিজিনাল শো রয়েছে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এছাড়াও সম্প্রতি 401 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল Airtel। এই প্ল্যানের সঙ্গে এই বছর বিনামূল্যে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 401 টাকা প্রিপেড প্ল্যানে Airtel প্রিপেড গ্রাহকরা 28 দিনের বৈধতা ও 3GB ডেটা পাবেন। লকডাউনের সময় ওটিটি কনটেন্টের চাহিদা বাড়ার কারণেই গ্রাহককে আরও বেশি সুবিধা দিতে শুরু করেছে Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন