শুরু হল Airtel-Zee5 Summer Bonanza। এর ফলে Airtel গ্রাহক বিনামূল্যে Zee5 সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। 149 টাকা বা তার বেশি দামের আনলিমিটেড প্ল্যান রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে।
চারটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এর মধ্যে তিনটি প্ল্যানে আনলিমিটেড কল ও ডেটার সাথেই Vodafone Play আর Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।