“রবিন হুড” সিনেমাটিতে মুখ্য ভূমিকায় আছেন “নীতিন” এবং “শ্রীলিলা”
Photo Credit: BookMy Show
আসন্ন তেলেগু ডাকাতির কমেডি ছবি 'রবিনহুড' ২৮শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
28-মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তেলুগু ভাষায় মজাদার চুরির গল্প নিয়ে তৈরি “Robinhood” সিনেমাটি। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় আছে ‘নিথীন' এবং ‘শ্রীলীলা। ‘ভেঙ্কি কুদুমুলা' সিনেমাটির নির্দেশনা করেছেন এবং দর্শকরা অনেক আশা করে আছে। সিনেমাটি ‘রাম' নামের এক দক্ষ চোরকে কেন্দ্র করে তৈরি,সে নিজেকে এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে খুঁজে পায় যখন তাকে একজন বড়লোকের মেয়েকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। আকর্ষণীয় অ্যাকশন এবং হাসিতে ভরপুর এই সিনেমাটি। সিনেমাটির নির্মাতারা এটির ডিজিটাল মুক্তির ব্যাপারটিও চূড়ান্ত করে ফেলেছেন, যা দর্শকদের সিনেমাহলের প্রদর্শনের পর অনলাইনে দেখার সুযোগ করে দেবে।
রবিনহুড সিনেমাটি থিয়েটারে মুক্তির পর Zee5-এ দেখতে পাওয়া যাবে। কিন্তু সেব্যাপারে কোনো অফিসিয়াল তারিখ এখনো ঘোষণা করা হয়নি তবে সিনেমাটির বক্স অফিসে প্রদর্শনের পর এটা জানা যাবে বলে মনে করা হচ্ছে। সিনেমাটির স্যাটেলাইট সত্ব কিনেছে Zee তেলেগু, যেখানে সিনেমাটির টেলিভিশন প্রিমিয়ার হবে। আগামী সপ্তাহগুলিতে সিনেমাটির OTT মুক্তি সম্পর্কে আরও বিশদ তথ্য জানা যাবে।
এই সিনেমার ট্রেলারটিতে, কমেডি, একশন এবং ড্রামা দেখানো হয়েছে। এখানে ‘নীথীন”, যিনি ‘রামের' চরিত্রে অভিনয় করেছেন, এখানে তিনি একজন চোর যে ধনীদের থেকে চুরি করেন। তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয় যখন তাকে “নীরার” রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, যার চরিত্রে অভিনয় করেছেন “শ্রীলীলা”। সিনেমাতে তিনি একজন খুব বড়লোকের মেয়ে, যিনি অস্ট্রেলিয়া থেকে ভারতে আসেন। গল্প আস্তে আস্তে এগোতে থাকে যখন “রাম” তার অপরাধের জীবন চালিয়ে যাওয়ার পরিবর্তে তার রক্ষাকর্তা হয়ে ওঠেন।
Mythri Movie Makers:এর অধীনে তৈরি এই “রবিন হুড” সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন “নিথীন” এবং “শ্রীলীলা”। পার্শ্ব চরিত্রে অভিনয় করছে “ভেনেলা কিশোর”, “রাজেন্দ্র প্রসাদ”, “শুভালেখা সুধাকর”, “দেবদত্ত নাগে”, “শাইন টম চাকো”, “আদুকালাম নরেন”, “মাইম গোপী” এবং “শিজু”। “জি.ভী.প্রকাশ কুমার” সঙ্গীত রচনা করেছেন। ‘সাই শ্রীরাম' সিনেমাটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন আর কোটি সিনেমাটির সম্পাদনা করছেন। “নবীন ইয়েরনেনি” এবং “ইয়ালামানছিলি রবি শংকর” সিনেমাটির প্রযোজনা করছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Francis Lawrence’s The Long Walk (2025) Now Available for Rent on Prime Video and Apple TV