Amazon Fire TV ও Meta জোট বেঁধে ইনস্টাগ্রামের বিপুল জনপ্রিয় Reels ভিডিওকে টেলিভিশনে নিয়ে এসেছে।
Instagram for tv launched With Reels support
Instagram বিগত ক'বছরে নতুন প্রজন্মের অনলাইনে সময় কাটানোর এক জনপ্রিয় ঠিকানায় পরিণত হয়েছে। অবসর সময় বা কাজের ফাঁকে টুক করে Instagram খুলে Reels দেখলেই মনটা চনমনে হয়ে ওঠে। আবার এমন অনেক মানুষ আছেন যারা মোবাইল অথবা ল্যাপটপের থেকেও বড় স্ক্রিনে ইনস্টাগ্রাম রিলস দেখতে চান। তাদের মনের কথা শুনে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি টেলিভিশনের জন্য বিশেষভাবে তৈরি Reels অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই পরিবার বা বন্ধুদের সঙ্গে বড় স্ক্রিনের টিভিতে ভার্টিক্যাল ভিডিও বা রিলস দেখার সুবিধা পাওয়া যাবে।
সব কোম্পানির স্মার্টটিভিতে কিন্তু রিলস আসছে না৷ Amazon Fire TV ও Meta জোট বেঁধে ইনস্টাগ্রামের বিপুল জনপ্রিয় ভিডিও কনটেন্টকে বড় পর্দায় নিয়ে আসছে। তবে এটি স্মার্টফোনের জন্য উপলব্ধ সাধারণ ইনস্টাগ্রাম অ্যাপের মতো নয়। বিনোদনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এটি টিভিতে চালানোর জন্য সম্পূর্ণরূপে রিলস-কেন্দ্রিক।
ফায়ার টিভি ব্যবহারকারীরা লগ ইন করে তাদের আগ্রহ অনুযায়ী সাজানো বিভিন্ন চ্যানেলের রিলস দেখতে পাবেন। আপনার পছন্দের ক্রিয়েটর বা আপনি যে যে নেটপ্রভাবীদের অনুসরণ করেন, তাদের ভিডিও কনটেন্ট সরাসরি টিভির পর্দায় ভেসে উঠবে।
ফায়ার টিভি ডিভাইসে রিলস দেখার জন্য প্রথমেই ইনস্টাগ্রাম ফর টিভি অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর নিজের ইমেল বা ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই রিলস খুলে যাবে। অ্যাপে সর্বাধিক পাঁচটি অ্যাকাউন্ট যুক্ত করা যাবে। ফলে পরিবারের সবাই ব্যক্তিগত প্রোফাইল বানিয়ে রিলস দেখতে পারবে।
স্মার্টফোনের মতোই রিমোটের মাধ্যমে উপরের দিকে সোয়াইপ করলে পরবর্তী রিলস চলে আসবে। ভিডিও থাম্বমনেইলে ক্লিক করলেই সেটি মোবাইলের স্টাইলে পোট্রেট মোডে খুলে যাবে। রিলসে লাইক দেওয়া এবং মন্তব্যও পোস্ট করার সুবিধা পাওয়া যাবে। আবার সার্চ অপশনে গিয়ে নাম টাইপ করে প্রিয় ক্রিয়েটর অথবা পরিচিতদের কাউকে খুঁজে নিতে পারবেন আপনি।
এই মুহূর্তে ইনস্টাগ্রামের রিলস অ্যাপ আমেরিকায় লঞ্চ হয়েছে এবং নির্দিষ্ট কিছু ফায়ার টিভি ডিভাইসে উপলব্ধ। এটি Fire TV Stick HD, Fire TV Stick 4K Plus, Fire TV Stick 4K Max (1st ও 2nd Gen), Fire TV 2-Series, Fire TV 4-Series, এবং Fire TV Omni QLED সিরিজের মডেলে ব্যবহার করা যাচ্ছে। অন্যান্য দেশে কবে থেকে টিভিতে রিলস দেখার সুবিধা মিলবে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hogwarts Legacy Has Sold 40 Million Copies, Warner Bros. Games Announces