দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত

CMF Headphone Pro-এর রোলার ডায়াল ঘুরিয়ে ভলিউম বাড়ানো-কমানো, ANC চালু-বন্ধ, ও মিউজিক চালানো বা থামানো যেতে পারে।

দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত

Photo Credit: CMF

CMF Headphone Pro ডার্ক গ্রে, লাইট গ্রীন, ও লাইট গ্রে কালার অপশনে উপলব্ধ

হাইলাইট
  • CMF-এর প্রথম ওভার-ইয়ার হেডফোন হল Headphone Pro
  • এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক প্রদান করবে
  • হেডফোনে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল আছে
বিজ্ঞাপন

CMF তাদের প্রথম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন, CMF Headphone Pro লঞ্চ করেছে। Nothing-এর সাব-ব্র্যান্ডটির নতুন ইয়ারফোনে স্টাইল এবং ফিচার্সের দুর্দান্ত সংমিশ্রণ রয়েছে। কালারফুল ও কাস্টমাইজেবল ডিজাইন এর অন্যতম ইউএসপি। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল দেওয়া হয়েছে, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো-কমানো, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) চালু ও বন্ধ, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে। CMF Headphone Pro মডেলটি 40 ডেসিবেল পর্যন্ত ANC এবং LDAC কোডেক সহ হাই রেজোলিউশন অডিও সমর্থন করে। এটি একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক এবং 50 ঘন্টা পর্যন্ত টকটাইম প্রদান করবে বলে দাবি করেছে সিএমএফ।

CMF Headphone Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

সিএমএফ হেডফোন প্রো 40 মিমি ড্রাইভার দিয়ে সজ্জিত এবং এতে নিকেল-প্লেটেড ডায়াফ্রাম রয়েছে যা শব্দের বিকৃতি কমিয়ে স্পষ্টতা আরও বৃদ্ধি করে। ইয়ারফোনটির অভ্যন্তরে 16.5 মিমি কপার ভয়েস কয়েল, প্রিসিশন বেস ডাক্ট এবং ডুয়াল-চেম্বার ডিজাইন বর্তমান। হেডফোনের একদিকে একটি গোল পাওয়ার/ব্লুটুথ বোতাম রয়েছে। আবার অন্যদিকে একটি অ্যাকশন বোতাম আছে যা নাথিং এক্স অ্যাপের মাধ্যমে যে কোনো ব্যবহারের জন্য প্রোগ্রাম করা যেতে পারে।

অধিকাংশ আধুনিক হেডফোনে টাচ কন্ট্রোল থাকলেও, CMF Headphone Pro ফিজিক্যাল বাটনের সঙ্গে এসেছে। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়াও, এই নতুন ইয়ারফোনে এনার্জি স্লাইডার নামে একটি ইউনিক ফিচার আছে। এর মাধ্যমে গান বা ট্র্যাক অনুযায়ী নিজের মতো করে বেস ও ট্রেবেলের স্তর ঠিক করা যাবে।

Nothing X অ্যাপ ব্যবহার করে CMF Headphone Pro-এর কন্ট্রোলারগুলি কাস্টমাইজের সুবিধা পাওয়া যাবে। এটি 40 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। হাইব্রিড ANC ফিচার পরিধানকারীদের তিনটি স্তরের শব্দ নিয়ন্ত্রণ মোড বেছে নিতে দেয়। হেডফোনের কুশনও বদলানোর সুবিধা দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা তাদের পছন্দমতো দু'টি রঙ বেছে নিতে পারবে।

CMF Headphone Pro একবার চার্জে 100 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক এবং 50 ঘন্টা টকটাইম প্রদান করে। ANC অন করলে ব্যাকআপ 50 ঘন্টায় নেমে আসে। এটি ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে চার্জ হবে। পাঁচ মিনিটের ফাস্ট চার্জে পাঁচ ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে বলে দাবি করছে সিএমএফ। সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে।

CMF Headphone Pro দাম

CMF Headphone Pro-এর দাম মার্কিন যুক্তরাষ্ট্রে 99 ডলার রাখা হয়েছে (প্রায় 8,000 টাকা)। ইউরোপ ও যুক্তরাজ্যে দাম যথাক্রমে 99 ইউরো (প্রায় 10,000 টাকা) এবং 79 ব্রিটিশ পাউন্ড (প্রায় 9,420 টাকা)  হেডফোনটি ডার্ক গ্রে, লাইট গ্রীন, ও লাইট গ্রে কালার অপশনে পাওয়া যাবে। এটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design / Comfort
  • Audio Quality
  • Battery Life
  • Value For Money
  • Good
  • Comfortable fit
  • Customisable earcups
  • Reliable ANC
  • LDAC and Hi-Res audio
  • Long battery life
  • Bad
  • Limited EQ
  • Plastic feel
  • The IP rating could be better
Colour Light Green
Headphone Type Over-Ear
Microphone Yes
Connectivity Wireless
Type Headphones
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4 Power 5G দেশের সবথেকে বড় 10,001mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, ফুল চার্জে 39 দিন চলবে
  2. Redmi Note 15 Pro 5G সিরিজ ভারতে 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচারের সাথে লঞ্চ হল
  3. Vivo Y31d: ভিভো আনল 7,200mAh ব্যাটারির শক্তিশালী ওয়াটারপ্রুফ ফোন, গেম খেললেও গরম হবে না
  4. iQOO 15R বাজেটের মধ্যে দ্রুততম ফোন হতে পারে, কত টাকা দাম হবে দেখে নিন
  5. দেশের প্রথম 10,001mAh ব্যাটারির ফোন Realme P4 Power 5G আগামীকাল লঞ্চ হচ্ছে, দাম কত হবে জেনে নিন
  6. Aadhaar App: বাড়ি বসে এক ক্লিকে হবে আধারের ফোন নম্বর ও ঠিকানা আপডেট, হাজির কেন্দ্রের নতুন অ্যাপ
  7. 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে আসতে পারে Xiaomi 17 Max, লঞ্চ কবে জেনে নিন
  8. Android ডিভাইসের জন্য নতুন ফিচার্স আনল Google, ফোন চুরি বা হারালেও আর ভয় নেই
  9. WhatsApp বিশেষ সিকিউরিটি ফিচার আনল, হ্যাকারদের চেষ্টা হবে ব্যর্থ, এক ক্লিকেই সুরক্ষিত থাকবে অ্যাকাউন্ট
  10. Oppo গড়তে চলেছে রেকর্ড? এক ফোনেই এবার 200 মেগাপিক্সেলের জোড়া ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »