সব V-Fiber গ্রাহককে বিনামূল্যে Netflix, Amazon Prime, Zee5 আর Airtel TV ব্যবহার করতে দেবে Airtel।
‘V-Fiber' ব্রডব্যান্ড গ্রাহকদের একগুচ্ছ সুবিধা দিতে শুরু করল Airtel। কোম্পানির কাস্টোমার রিওয়ার্ড প্রোগ্রাম #AirtelThanks এর অধীনে এই প্রোগ্রাম শুরু হয়েছে। মাসে 1,099 টাকা থেকে ‘V-Fiber' প্ল্যান শুরু হয়। এবার থেকে সব V-Fiber গ্রাহককে বিনামূল্যে Netflix, Amazon Prime, Zee5 আর Airtel TV ব্যবহার করতে দেবে Airtel। সম্প্রতি সব প্রিপেড ও পোস্টপেড মোবাইল গ্রাহককে বিনামূল্যে হেলো টিউন ব্যবহারের সুযোগ করে দিয়েছিল Airtel।
V-Fiber 1,099 টাকা ব্রডব্যান্ড প্ল্যান
1,099 টাকা ব্রডব্যান্ড প্ল্যানে 100 Mbps আপিডে মাসে 300GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 500GB ডেটা রোল ওভার। এই প্ল্যানের সাথে থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।
V-Fiber 1,599 টাকা ব্রডব্যান্ড প্ল্যান
1,599 টাকা V-Fiber প্ল্যানে 300 Mbps স্পিডে মাসে 600 GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে মাসিক ডেটা রোল ওভারের সুবিধা। এছাড়াও একবার 1000 GB বোনাস ডেটা পাবেন গ্রাহক। এর সাথেই থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।
V-Fiber 1,999 টাকা ব্রডব্যান্ড প্ল্যান
এই প্ল্যানে 100 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে তিন মাসের Netflix সাবস্ক্রিপশন, এক বছর Amazon Prime সাবস্ক্রিপশন, Zee5 আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nancy Grace Roman Space Telescope Fully Assembled, Launch Planned for 2026–2027
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Francis Lawrence’s The Long Walk (2025) Now Available for Rent on Prime Video and Apple TV