এয়ারটেল পোস্টপেইড WiFi প্ল্যানগুলি মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে
Photo Credit: Google Play
এয়ারটেল ওয়াই-ফাই প্ল্যানগুলি থেকে শুরু হচ্ছে Rs. 699 ব্যবহারকারীদের সমস্ত Zee5 সামগ্রী অ্যাক্সেস করার অনুমতি দেবে
Bharti Airtel ঘোষণা করেছে যে, তারা স্ট্রিমিং প্ল্যাটফর্ম Zee5 এর সাথে চুক্তি করেছে। ভারতে 699 টাকা থেকে শুরু Airtel Wi-Fi প্ল্যানের সাথে সমস্ত গ্রাহকরা, প্ল্যানটির বৈধতা পর্যন্ত বিনামূল্যে Zee5-এর সমস্ত কনটেন্ট দেখতে পাবে। OTT প্লাটফর্মটি 1.5 লাখ ঘণ্টারও বেশি কন্টেন্টের দাবি করেছে।
তুলনার ক্ষেত্রে বলা হয়েছে, রিলায়েন্স জিও পোস্ট-পেইড WiFi প্ল্যানের সাথে বিনামূল্যে Zee5 প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন দিচ্ছে, যেটির দাম শুরু হচ্ছে 699 টাকা থেকে। Airtel ব্রডব্রান্ড ব্যবহারকারীদের কাছে ইতিমধ্যেই নির্দিষ্ট প্ল্যানের উপর ভিত্তি করে, Disney+ Hotstar, Netflix এবং এই ধরনের আরো অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন আছে।
এয়ারটেল সম্প্রতি ঘোষণা করেছে, তারা Zee5-এর সাথে সহযোগিতার চুক্তি করেছে। যার ফলে Airtel Wi-Fi ব্যাবহারকারীদের Zee5 তাদের সমস্ত কনটেন্ট বিনামূল্যে প্রদান করছে, এটি মাত্র 699 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়াও এই অফারটি 899 টাকা, 1099 টাকা, 1599 টাকা এবং 3,999 টাকার প্ল্যানের সাথে পাওয়া যাচ্ছে।
699 এবং 899 টাকার প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন পাবে, যেখানে 1099 টাকার প্ল্যানের ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যামাজন প্রাইম উপভোগ করতে পারবেন। এর থেকে একটু বেশি মূলের 1599 এবং 3999 টাকার Airtel Wi-Fi প্লানগুলিতে Netflix-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে। এই সমস্ত প্ল্যানগুলিতেই 20টিরও বেশি আরো অন্যান্য OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন যোগ করা হয়েছে।
বিভিন্ন OTT প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশনের পাশাপাশি, এই সমস্ত Airtel Wifi প্ল্যানগুলি ব্যবহারকারীদের 40 Mbps থেকে 1Gbps পর্যন্ত স্পিড প্রদান করে তাদেরকে 350 টিরও বেশি HD এবং SD TV চ্যানেলগুলি দেখার সুযোগ করে দেবে। গ্রাহকরা এই সমস্ত প্লানগুলি তাদের স্মার্টফোনের Airtel Thanks App বা Airtel India ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে।
এই টেলিকম অপারেটর সংস্থাটি নিশ্চিত করেছে যে, তাদের এই Zee5-এর সাথে পার্টনারশিপের জন্য, Airtel ব্রডব্রান্ড গ্রাহকরা Sam Bahadur, RRR, Sirf Ek Bandaa Kaafi Hai, Manorathangal, Vikkatakavi সহ অন্যান্য আরো এইরকম জনপ্রিয় সিনেমাগুলি দেখতে পারবেন। এই বিনামূল্যে পরিষেবাটি ব্যবহারকারীদের OTT প্ল্যাটফর্মের সমস্ত অরিজিনাল শো, OTT সিনেমা, TV সিরিজ ছাড়াও আরো অন্যান্য কনটেন্ট উপভোগ করতে সাহায্য করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Suggests Its Chips Will Power Most Galaxy S26 Models; Samsung May Produce 2nm Snapdragon 8 Elite Gen 5: Reports
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting