2019-20 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) 1,035 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হল Airtel। 2018-19 আর্থিক বছরে একই সময়ে 86 কোটি টাকা লাভ করেছিল সুনীল মিত্তলের কোম্পানি।
বিশাল ক্ষতির রিপোর্ট সামনে আসার পরেই দাম পরিষেবার দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোম্পানির সিইও গোপাল ভিত্তাল। তিনি বলেন, টেলি যোগাযোগে নতুন প্রযুক্তি আনতে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই।
অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় হয়েছে 21,947 কোটি টাকা। যা গত বছরের একই ত্রৈমাসিকের থেকে 10.5 শতাংশ বেশি। 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে Airtel গ্রাহকরা 5,357 পিবি ডেটা খরচ করেছেন, যা গত বছরের তুলনায় 73 শতাংশ বেশি। সব দিক থেকে বৃদ্ধি হলেও দিনের শেষে লাভের মুখ দেখেনি গুরুগ্রামের কোম্পানিটি।
প্রিপেড রিচার্জের মুশকিল আসান! Google সার্চ-এ এল নতুন ফিচার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
এই সময়ে ভারতে 15,797 কোটি টাকা আয় করেছে Airtel। যা 9.7 শতাংশ হারে গত বছরের তুলনায় বেড়েছে। 2019 সালের জুন – অগাস্ট ত্রৈমাসিকের কোম্পানির গ্রাহক প্রতি আয় ছিল 128 টাকা। যা অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে বেড়ে হয়েছে 135 টাকা। এই সময়ে মোট 2.1 কোটি গ্রাহক 4G নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছেন।
ডিসেম্বরে পরিষেবার দাম বাড়িয়েছিল Airtel। বিশেষজ্ঞরা বলছেন শুল্ক বৃদ্ধির প্রভাব কাগজে দেখতে আরও একটা ত্রৈমাসিক অপেক্ষা করতে পারবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন