186 টাকা আর 187 টাকা প্রপেড প্ল্যানে দিনে 2GB ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আগে এই দুই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। দিনে 2GB ডেটার সাথেই 186 টাকা আর 187 টাকা BSNL প্রিপেড প্ল্যানের সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টা SMS এর সুবিধা। এই দুই প্ল্যানে একই সুবিধা পাওয়া গেলেও আলাদা সার্কেলের গ্রাহকরা এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন। কয়েক দিন আগেই নির্বাচিত কিছু প্রিপেড প্ল্যানের সাথে দিনে 2.2 GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
186 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা পাওয়া যেত। দিনের 2GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।
এছাড়াও BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে মুম্বাই ও দিল্লি সার্কেলে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা। 186 টাকা প্রিপেড প্ল্যানের সাথে বিনামূল্যে পার্সোনাল রিং ব্যাক টোন বিনামূল্যে দিচ্ছে BSNL।
186 টাকার মতোই 187 টাকা প্ল্যানেও একই কল, ডেটা, SMS আর পার্সোনাল রিং ব্যাক টোন এর সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই BSNL এর কর্ণাটক সার্কেলের ওয়েবসাইটে 187 টাকা প্ল্যান দেখা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন