BSNL VoWiFi ফিচার দুর্বল মোবাইল সিগন্যালযুক্ত এলাকায় ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে কল পরিষেবা চালু রাখে। সবথেকে বড় সুবিধা হল, Wi-Fi ব্যবহার করে কল করার জন্য কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না।
151 টাকা প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দেওয়ার ঘোষনা করেছে BSNL। রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি জানিয়েছে এই প্ল্যানের সাথে আনলিমিয়টেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করা যাবে। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরেও আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা।
BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে মুম্বাই ও দিল্লি সার্কেলে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা।