151 টাকা প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দেওয়ার ঘোষনা করেছে BSNL। রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি জানিয়েছে এই প্ল্যানের সাথে আনলিমিয়টেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করা যাবে। দিল্লি ও মুম্বাই সার্কেলের নম্বরেও আনলিমিটেড কল করা যাবে। সাথে থাকছে দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা।
BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথে মুম্বাই ও দিল্লি সার্কেলে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা।
49 টাকা আর 399 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। 499 টাকা প্ল্যানে থাকছে দিনে 3GB ডেটা। আন্দামান ও নিকোরব সার্কেল ছাড়া গোটা দেশের BSNL গ্রাহকরা এই তিনটি প্ল্যান ব্যবহার করতে পারবেন।
‘অভিনন্দন 151’ নাম নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন এই প্রিপেড প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 SMS এর সুবিধা।