Work@Home প্ল্যানের অধীনে 20 জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL। শুরুতে এক মাসের জন্য এই প্ল্যান লঞ্চ হলেও এবার প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। যে সব গ্রাহকের BSNL ল্যান্ডলাইন কানেকশন রয়েছে সেই সব গ্রাহক বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন পাবেন। লকডাউনের কারণে বাড়ি থেকে কাজ করার প্রবণতা বেড়েছে। আর সেই জন্যই বিশেষ এই সুবিধা নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত কোম্পানিটি।
এই অফারে বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন নিলে 10 Mbps পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 5GB ডেটা। এই ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হবে।
একই সঙ্গে প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।
কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 2,399 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা 600 দিন ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন গোটা দেশের যে কোন নম্বরে 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ডেটা ব্যবহার করা যাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন