1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা

BSNL Diwali Bonanja অফার অক্টোবর 15 থেকে শুরু হয়ে নভেম্বর 15 পর্যন্ত চলবে। অর্থাৎ ব্যবহারকারীদের হাতে বেশি সময় নেই।

1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা

Photo Credit: BSNL

BSNL Diwali Bonanja অফারে মাত্র 1 টাকায় 4G পরিষেবা

হাইলাইট
  • স্রেফ 1 টাকায় ফ্রি 4G পরিষেবা দিচ্ছে BSNL
  • রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি এই অফার নতুন গ্রাহকদের জন্য এনেছে
  • দিওয়ালি বোনাঞ্জা অফারটি অক্টোবর 15 থেকে নভেম্বর 15 পর্যন্ত মিলবে
বিজ্ঞাপন

সময় যত এগোচ্ছে, মোবাইলে রিচার্জ করার খরচ তত বাড়ছে। দু'টো ফোন নম্বর থাকলে তো চাপ আরও বেশি, কারণ কানেকশন চালু রাখতে গিয়ে মাসে মাসে ভাল পরিমাণ খরচের ধাক্কা সামলাতে হচ্ছে। কিন্তু এখন যদি বলি, সারা মাস মাত্র 1 টাকায় আনলিমিটেড কল, দৈনিক 2 জিবি হাই-স্পিড ডেটা, এবং প্রতি দিন 100টি SMS বিনামূল্যে পাওয়া যাবে, তাহলে কথাটা অবিশ্বাস্য বলেই মনে হবে। তবে দিওয়ালি বোনাঞ্জা অফারে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) তাদের নতুন গ্রাহকদের জন্য এমনই সুবিধা নিয়ে হাজির হয়েছে। 1 টাকার বিনিময়ে 1 মাস জুড়ে সাধারণ রিচার্জ প্ল্যানের সমস্ত বেনিফিট উপভোগ করা যাবে।

BSNL Diwali Bonanja অফারে মাত্র 1 টাকায় 4G পরিষেবা

দীপাবলি উপলক্ষে বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে, যা অক্টোবর 15 থেকে নভেম্বর 15 পর্যন্ত বৈধ। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির নতুন সাবস্ক্রাইবাররা মাত্র 1 টাকা খরচ করে স্বদেশি 4G পরিষেবা উপভোগ করতে পারবে। 30 দিনের জন্য যেমন দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে, তেমনই প্রতি দিন 2 জিবি ডেটা  ব্যবহার করা যাবে। সঙ্গে দৈনিক একশো এসএমএস ফ্রি থাকছে।

BSNL গ্রাহক সংখ্যা বৃদ্ধির হারে Airtel-কে পিছনে ফেলেছে

বিএসএনএল-এর কমদামি রিচার্জ প্ল্যানগুলি গ্রাহক সংখ্যা বাড়াতে সাহায্য করছে। বেসরকারি অপারেটরদের তুলনায় তাদের প্ল্যান 30-40 শতাংশ সস্তা। এমন স্পেশাল রিচার্জ প্ল্যানের সৌজন্যে আগস্টে এয়ারটেল-কে পিছনে ফেলে 1.38 মিলিয়ন নতুন গ্রাহক বিএসএনএল-এর সাথে সংযুক্ত হয়েছে।

BSNL অবশেষে চালু করেছে 4G পরিষেবা

বিএসএনএল সেপ্টেম্বরের শেষে দেশজুড়ে 4G চালু করেছে। প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে তারা। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, ও দক্ষিণ কোরিয়ার কাছে৷ নেটওয়ার্ক আপগ্রেড করতে 37,000 কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার।

BSNL এনেছে VoWiFi পরিষেবা

ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi এমন একটি প্রযুক্তি দুর্বল নেটওয়ার্ক বা নেটওয়ার্কহীন পরিবেশে ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করতে দেয়। এতদিন বেসরকারি সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম উঠেছে বিএসএনএল-এর। তবে এই পরিষেবা পেতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন হবে৷ এর জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না। বর্তমানে এটি দেশের দক্ষিণ ও পশ্চিমাংশে উপলব্ধ। তবে অন্যান্য সার্কেলেও লঞ্চের পরিকল্পনা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  2. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  4. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  5. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  6. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
  7. পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google
  8. Apple অবিশ্বাস্য গতির M5 চিপ-সহ নতুন MacBook Pro আনল, দিনভর চার্জ ছাড়াই চলবে!
  9. Motorola Razr 60-এর দাম 10,000 টাকা কমল, সবচেয়ে সস্তায় স্টাইলিশ ফোল্ডেবল স্মার্টফোন
  10. iPad Pro M5: অতুলনীয় স্পিড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে সর্বাধুনিক আইপ্যাড লঞ্চ করল Apple
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »