BSNL Diwali Bonanja অফার অক্টোবর 15 থেকে শুরু হয়ে নভেম্বর 15 পর্যন্ত চলবে। অর্থাৎ ব্যবহারকারীদের হাতে বেশি সময় নেই।
Photo Credit: BSNL
BSNL Diwali Bonanja অফারে মাত্র 1 টাকায় 4G পরিষেবা
সময় যত এগোচ্ছে, মোবাইলে রিচার্জ করার খরচ তত বাড়ছে। দু'টো ফোন নম্বর থাকলে তো চাপ আরও বেশি, কারণ কানেকশন চালু রাখতে গিয়ে মাসে মাসে ভাল পরিমাণ খরচের ধাক্কা সামলাতে হচ্ছে। কিন্তু এখন যদি বলি, সারা মাস মাত্র 1 টাকায় আনলিমিটেড কল, দৈনিক 2 জিবি হাই-স্পিড ডেটা, এবং প্রতি দিন 100টি SMS বিনামূল্যে পাওয়া যাবে, তাহলে কথাটা অবিশ্বাস্য বলেই মনে হবে। তবে দিওয়ালি বোনাঞ্জা অফারে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) তাদের নতুন গ্রাহকদের জন্য এমনই সুবিধা নিয়ে হাজির হয়েছে। 1 টাকার বিনিময়ে 1 মাস জুড়ে সাধারণ রিচার্জ প্ল্যানের সমস্ত বেনিফিট উপভোগ করা যাবে।
দীপাবলি উপলক্ষে বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে, যা অক্টোবর 15 থেকে নভেম্বর 15 পর্যন্ত বৈধ। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির নতুন সাবস্ক্রাইবাররা মাত্র 1 টাকা খরচ করে স্বদেশি 4G পরিষেবা উপভোগ করতে পারবে। 30 দিনের জন্য যেমন দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড কল করার সুবিধা থাকছে, তেমনই প্রতি দিন 2 জিবি ডেটা ব্যবহার করা যাবে। সঙ্গে দৈনিক একশো এসএমএস ফ্রি থাকছে।
বিএসএনএল-এর কমদামি রিচার্জ প্ল্যানগুলি গ্রাহক সংখ্যা বাড়াতে সাহায্য করছে। বেসরকারি অপারেটরদের তুলনায় তাদের প্ল্যান 30-40 শতাংশ সস্তা। এমন স্পেশাল রিচার্জ প্ল্যানের সৌজন্যে আগস্টে এয়ারটেল-কে পিছনে ফেলে 1.38 মিলিয়ন নতুন গ্রাহক বিএসএনএল-এর সাথে সংযুক্ত হয়েছে।
বিএসএনএল সেপ্টেম্বরের শেষে দেশজুড়ে 4G চালু করেছে। প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে তারা। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, ও দক্ষিণ কোরিয়ার কাছে৷ নেটওয়ার্ক আপগ্রেড করতে 37,000 কোটি টাকা বিনিয়োগ করেছে সরকার।
ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi এমন একটি প্রযুক্তি দুর্বল নেটওয়ার্ক বা নেটওয়ার্কহীন পরিবেশে ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করতে দেয়। এতদিন বেসরকারি সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম উঠেছে বিএসএনএল-এর। তবে এই পরিষেবা পেতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন হবে৷ এর জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না। বর্তমানে এটি দেশের দক্ষিণ ও পশ্চিমাংশে উপলব্ধ। তবে অন্যান্য সার্কেলেও লঞ্চের পরিকল্পনা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red
Itel Zeno 20 Max Launched in India With Unisoc T7100 SoC, 5,000mAh Battery: Price, Specifications