1,699 টাকা প্ল্যানের সাথে দিনে 3GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল, আর দিনে 100 টা এসএমএস।
1,699 টাকা প্রিপেড প্ল্যানে 425 দিন বৈধতা দিচ্ছে BSNL
1,699 টাকা প্রিপেড প্ল্যানে 60 দিন অতিরিক্ত বৈধতা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। আগে এই প্ল্যানে 365 দিন বৈধতা পাওয়া যেত। এবার 1,699 টাকা প্রিপেড প্ল্যানে 425 দিন বৈধতা দিচ্ছে BSNL। বিশেষ অফারে 31 অক্টোবরের আগে 1,699 টাকা রিচার্জ করলে 455 দিন বৈধতা দিচ্ছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। 30, নভেম্বরের আগে এই রিচার্জ করলে 425 দিন বৈধতা মিলবে।
1,699 টাকা প্ল্যানের সাথে দিনে 3GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কল, আর দিনে 100 টা এসএমএস।
1,699 টাকা প্রিপেড প্ল্যানে 365 দিন বৈধতা দেয় Jio। এই প্ল্যানের সাথে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। অন্য মোবাইল নেটওয়ার্কে কল করতে আলাদা টপ-আপ রিচার্জ করতে হবে। এছাড়াও 1,699 টাকা প্রিপেড প্ল্যানের সাথে সব Jio অ্যাপ ব্যবহার করা যাবে।
সম্প্রতি প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 108 টাকা প্রিপেড প্ল্যানে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 180 দিন ভ্যালিডিটি। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের BSNL প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 28 দিনের পরে অন্য প্ল্যান এক্সটেনশন রিচার্জ করা যাবে। 1GB ডেটার সাথেই প্রথম 28 দিন 500 টাক এসএমএস ব্যবহার করা যাবে। আর থাকছে দিনে 250 মিনিট কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেল নম্বরেও এই প্ল্যান থেকে কল করা যাবে।
আরও পড়ুন:
Jio রিচার্জে 50 টাকা ছাড় পাবেন কীভাবে?
200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone
মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Wants to Integrate AI Into All Devices, Says DX Division Head TM Roh