এবার ফোন করার জন্য গ্রাহককে ক্যাশব্যাক দেবে ভারত সঞ্চার নিগম লিমিটেড। পাঁচ মিনিট বা তার বেশি সময় ফোনে কথা বলবে প্রতি মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক পাবেন BSNL গ্রাহকরা। ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড ও ফাইবার সাবস্ক্রাইবারদের জন্য এই অফার নিয়ে এসেছে BSNL। পাঁচ মিনিট বা তার বেশি সময় ফোনে কথা বললে প্রতি মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক পাওয়া যাবে।
BSNL জানিয়েছে এবার থেকে গ্রাহকরা ফোন করার জন্য ক্যাশব্যাক পাবেন। সম্প্রতি Jio গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করলে মিনিটে 6 পয়সা খরচ করতে হচ্ছে। সম্প্রতি সেই নিয়মকে ব্যাঙ্গ করে এবার ফোন করলে মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দিতে শুরু করল BSNL। তবে শুধুমাত্র BSNL ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড ও ফাইবার গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন।
অক্টোবর মাসে Jio জানিয়েছিল অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে অতিরিক্ত 6 পয়সা খরচ করতে হবে গ্রাহককে। TRAI এর ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের কারণে এই অতিরিক্ত খরচ হবে। যদিও Jio থেকে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে।
এছাড়াও চলতি সপ্তাহে প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 108 টাকা প্রিপেড প্ল্যানে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 180 দিন ভ্যালিডিটি। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের BSNL প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 28 দিনের পরে অন্য প্ল্যান এক্সটেনশন রিচার্জ করা যাবে। 1GB ডেটার সাথেই প্রথম 28 দিন 500 টাক এসএমএস ব্যবহার করা যাবে। আর থাকছে দিনে 250 মিনিট কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেল নম্বরেও এই প্ল্যান থেকে কল করা যাবে।
আরও পড়ুন:
অবিশ্বাস্য দামে 200GB ডেটা দিচ্ছে BSNL
মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন