998 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের বৈধতা 210 দিন।
998 টাকা প্ল্যানের সাথে বিনামূল্যে কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না
998 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের বৈধতা 210 দিন। যদিও 998 টাকা প্ল্যানের সাথে বিনামূল্যে কল অথবা এসএমএসের সুবিধা থাকছে না। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।
কেরালা সার্কেলের গ্রাহকরা 998 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 210 দিন। দৈনিক ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 80 Kbps হয়ে যাবে। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।
হরিয়ানা সার্কেলের গ্রাহকরা 31 ডিসেম্বরের আগে 998 টাকা প্রিপেড রিচার্জ করলে অতিরিক্ত 30 দিন ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ 998 টাকা প্ল্যানে মোট 240 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
কেরালা ও হরিয়ানা ছাড়াও গুজরাট, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম সার্কেলের গ্রাহকরাও এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
যে সব গ্রাহক শুধুমাত্র ডেটা ব্যবহার করেন সেই গ্রাহকদের কথা মাথায় রেখে অক্টোবর মাসে 698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। 698 টাকার নতুন প্ল্যানে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা মোট 200GB ডেটা ব্যবহার করতে পারবেন। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা 698 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। যদিও এই প্ল্যানের সাথে শুধুমাত্র ডেটা ব্যবহার করা যাবে। কোন ভয়েস কল বা এসএমএস করার সুবিধা থাকছে না।
আরও পড়ুন:
ভিডিও পাঠিয়ে চলছে হ্যাকিংয়ের চেষ্টা! সুরক্ষিত থাকতে এখনই আপডেট করুন WhatsApp
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন