BSNL ব্যবহারকারীরা Wi-Fi বা ব্রডব্যান্ড ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে অন্য নম্বরে ভয়েস কল করতে পারবে।
Photo Credit: BSNL
VoWiFi service now available to all BSNL customers across all telecom circles in India
BSNL নতুন বছরের প্রথম দিনে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi পরিষেবা চালুর ঘোষণা করেছে। পূর্বে Airtel, Vi, এবং Jio-এ মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম লেখাল রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠানটি। VoWiFi প্রযুক্তি মোবাইল সিগন্যালের পরিবর্তে Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করে কল করার সুবিধা দেয়। অর্থাৎ মোবাইলে দুর্বল নেটওয়ার্ক থাকলে অথবা নেটওয়ার্ক পুরো চলে গেলেও, BSNL ব্যবহারকারীরা Wi-Fi বা ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অন্য নম্বরে ভয়েস কল করার ফেসিলিটি পাবেন। এটি যেখানে নেটওয়ার্ক কভারেজ দুর্বল বা সীমিত, সেই সমস্ত গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বিশেষভাবে উপযোগী হতে পারে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) দেশের সমস্ত টেলিকম সার্কেলে ভিওওয়াইফাই পরিষেবা চালু করেছে, যা ওয়াইফাই কলিং নামেও পরিচিত। সংস্থাটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, জাতীয় স্তরে এই পরিষেবার সূচনা তাদের নেটওয়ার্ক আধুনিকীকরণ কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ ধাপ।
শুধু প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল নয়, বাড়ির ভিতর, অফিসে অথবা বেসমেন্টে, যেখানে মোবাইলের সিগন্যাল কম আসে — সেখানেও VoWiFi প্রযুক্তি নিরবচ্ছিন্নভাবে ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্তমান ফোন নম্বর ও ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ ব্যবহার করেই কল করা যাবে। কোনও থার্ড পার্টি অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না।
BSNL-এর দাবি, VoWiFi সিস্টেমে কল মোবাইল নেটওয়ার্কের বদলে Wi-Fi এর মাধ্যমে সম্পন্ন হয়। যার কারণে তাদের নেটওয়ার্কের ওপর চাপ কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিষেবাটি গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। Wi-Fi ব্যবহার করে কলের জন্য এক পয়সাও খরচ করতে হবে না।
এই ফিচারের সুবিধা নিতে গেলে প্রথমেই VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন। বর্তমানে ভারতে বিক্রিত বেশিরভাগ Android এবং iPhone মডেলে প্রযুক্তিটি উপলব্ধ। গ্রাহকদের শুধুমাত্র ফোনের সেটিংস অপশনে গিয়ে ওয়াই-ফাই কলিং অপশন চালু করতে হবে। কোনও সহায়তার প্রয়োজন হবে নিকটবর্তী BSNL কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে পারেন অথবা সংস্থার 18001503 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
প্রসঙ্গত, BSNL প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন অফার চালু করেছে। সংস্থার 225, 347, 485, ও 2,339 টাকার চারটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ডেটা ব্যবহার করার সুবিধা মিলবে। লিমিটেড পিরিয়ড অফারটি জানুয়ারি 31, 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সময়ের মধ্যে যে সমস্ত গ্রাহক নির্বাচিত প্ল্যানগুলোতে রিচার্জ করবেন, তাদের নম্বরে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে 500 এমবি অতিরিক্ত ডেটা যোগ হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন