BSNL-এর ক্রিসমাস বোনানজা প্ল্যান নিয়ে এসেছে, যা ডিসেম্বর 31, 2025 পর্যন্ত বৈধ।
Photo Credit: BSNL
BSNL Christmas Bonanza plan comes with a validity of 30 days
সময়ের সাথে সাথে মোবাইলের সিম রিচার্জ করার খরচ উর্দ্ধমুখী হচ্ছে। ফলে পকেটে টান পড়ছে আমজনতার। কিন্তু এখন যদি বলি, গোটা মাস জুড়ে মাত্র 1 টাকার বিনিময়ে আনলিমিটেড কলিং, প্রতি দিন 2 জিবি করে 4G ডেটা ব্যবহার, এবং বিনামূল্যে SMS পাঠানোর সুবিধা পাওয়া যাবে, তাহলে অধিকাংশ মানুষের কাছে পাগলের প্রলাপ বলে মনে হবে। তবে ক্রিসমাস বোনানজা অফারে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য এমনই উপহার নিয়ে হাজির হয়েছে। পূর্বে দীপাবলি উপলক্ষ্যে এমনই অফার ঘোষণা করেছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি।
বড়দিন উপলক্ষে বিএসএনএল আকর্ষণীয় অফার নিয়ে এসেছে, যা ডিসেম্বর 31, 2025 পর্যন্ত বৈধ। মাত্র 1 টাকা খরচ করে 30 দিনের জন্য আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। প্রতি দিন 2 জিবি 4G ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও, দৈনিক একশো এসএমএস ফ্রি থাকছে।
#BSNLChristmasBonanza 2025 is here! Get a free SIM with 2GB/day data, unlimited calls, 30 days validity @ just Rs 1.
— BSNL India (@BSNLCorporate) December 25, 2025
Walk into your nearest BSNL CSC or retailer today! Offer valid till 31st December 2025.#BSNL #DigitalBharat #BSNLOffer #RechargeNow #SwitchToBSNL pic.twitter.com/K8Gp1H7JnK
ফেয়ার ইউজেস পলিসি বা FUP-এর অধীনে দৈনিক কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসবে 40kbps স্পিডে। BSNL আরও জানিয়েছে, ক্রিসমাস বোনানজা প্ল্যান গ্রহণকারী গ্রাহকদের একটি সিম কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অফারটি সীমিত সময়ের জন্য চালু থাকবে। এই সুবিধা পেতে গেলে নিকটবর্তী রিটেলার বা সংস্থার কমন সার্ভিসেস সেন্টারে যেতে হবে।
উল্লেখ্য, BSNL ক্রিসমাস বোনানজা প্ল্যানের পাশাপাশি প্রিপেইড গ্রাহকদের জন্য আরও একটি বাম্পার অফার চালু করেছে। সংস্থার চারটি রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ডেটার সুবিধা মিলবে। লিমিটেড পিরিয়ড অফারটি ডিসেম্বর 31, 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে। এই সময়ের মধ্যে যে সমস্ত গ্রাহক নির্বাচিত প্ল্যানগুলোতে রিচার্জ করবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন অতিরিক্ত ডেটা ব্যবহার করতে পারবেন।
নতুন অফারটি 225, 347, 485, ও 2,339 টাকার রিচার্জ প্ল্যানে উপলব্ধ। প্রথমেই 225 টাকার প্রিপেইড প্ল্যানে আসা যাক। আগে এতে দৈনিক 2.5 জিবি ডেটা পাওয়া যেত। এখন সেটা 500 এমবি বাড়িয়ে 3 জিবি করা হয়েছে। এই প্ল্যানে 28 দিনের জন্য আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং, ও ফ্রি SMS (প্রতিদিন 100) বেনিফিট মিলবে৷
BSNL কোম্পানির 347 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি হল 50 দিন। এখানে ডেটার কোটা 1 জিবি বাড়ানো হয়েছে। 2 জিবির পরিবর্তে প্রতি দিন 3 জিবি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা। 485 টাকা দামের প্ল্যানের মেয়াদ 72 দিন। আর 2,399 টাকার প্ল্যানটি বার্ষিক বা এক বছরের জন্য। উভয়েই দৈনিক 3 জিবি ডেটা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video
Bridgerton Season 4 OTT Release Date: When and Where to Watch it Online?