333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 2017 সালে এই দুটি রিচার্জ নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 339 টাকা, 379 টাকা আর 392 টাকা রিচার্জ তুলে নিয়েছে BSNL। সম্প্রতি বাম্পার অফারের ভ্যালিডিটি 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল কোম্পানিটি। এই অফারে সব প্রিপেড গ্রাহক দিনে 2.21GB অতিরিক্ত ডেটা পাবেন।
BSNL এর কলকাতা ওয়েবসাইট থেকে 333 টাকা আর 444 টাকা প্রিপেড রিচার্জ সরিয়ে নেওয়া হয়েছে। 333 টাকায় 45 দিন ভ্যালিডিটির সাথেই আনলিমিটেড কল আর দিনে 3GB ডেটা ব্যবহার করা যেত। 444 টাকা রিচার্জে 60 দিন ভ্যালিডিটির সাথেই আনলিমিটেড কল আর দিনে 4GB ডেটা ব্যবহার করা যেত। এই দুটি প্ল্যান ছাড়াও 339 টাকা, 379 টাকা আর 392 টাকা রিচার্জ তুলে নিয়েছে BSNL। Telecom Talk ওয়েবসাইটে প্রথম এই পাঁচটি রিচার্জ প্ল্যান তুলে নেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
তবে কেন এই পাঁচ প্রিপেড প্ল্যান সরিয়ে নেওয়া হল তা জানায়নি রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই সপ্তাহেই ‘বাম্পার অফার'এর বৈধতা বাড়িয়েছে BSNL। গত বছর সেপ্টেম্বরে এই অফার নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 1699 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন