499 টাকা প্রিপেড প্ল্যান রিচার্জের শেষ দিন পিছয়ে দিল BSNL। 40Mbps স্পিডের এই প্ল্যানের রিচার্জের শেষ দিন পিছিয়ে 09 সেপ্টেম্বর করা হয়েছে। কলকাতা ও সিকিম সহ বিভিন্ন সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
499 টাকা প্ল্যানে 40Mbps স্পিডে মাসে 300GB ডেটা ব্যবহার করা যাবে। ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হবে। এছাড়াও থাকছে আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কল করার সুবিধা।
সম্প্রতি 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।
কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 2,399 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা 600 দিন ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন গোটা দেশের যে কোন নম্বরে 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ডেটা ব্যবহার করা যাবে না।
এই প্ল্যানে ডেটা ব্যবহারের জন্য প্রতি এমবি ডেটার জন্য 25 পয়সা খরচ হবে। দৈনিক ভয়েস কলের সীমা অতিক্রম করলে লোকাল কলে মিনিটে 1 টাকা ও ন্যাশানাল কলে মিনিটে 1.3 টাকা খরচ হবে। সঙ্গে প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহারের সুবিধা থাকছে। এই জন্য মাসে 42 টাকা খ্রুচ হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন